v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-14 20:40:30    
থিয়েন চিন নান খাই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিভা নিয়োগ করেছে

cri
    সম্প্রতি চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়---থিয়েন চিন নান খাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিভা বাছাই করে নিয়োগ করা হয়। চিকিত্সাবিদ্যা ইনস্টিটিউট, জীবন ও বিজ্ঞান ইনস্টিটিউট এবং পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটসহ বহু প্রধান প্রধান ইনস্টিটিউট নতুন উপাচার্য বা উচ্চ পরিচালক নিয়োগ করেছে। নান খাই বিশ্ববিদ্যালয়ের ৮৮ বছরের ইতিহাস রয়েছে। নান খাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দেশ ও বিদেশে এই প্রথমবারের মত উন্মক্ত প্রতিযোগিতার মাধ্যমে উপাচার্য পদের জন্য বিদ্যা ক্ষেত্রের শ্রেষ্ঠ প্রতিভা বাছাই করা হয়েছে। আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপনাদের কিছু বলবো।

    গত মার্চ মাসের কোন এক দিন নান খাই বিশ্ববিদ্যায়ের চিকিত্সাবিদ্যা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রুমে সব শিক্ষকগণ মিলে নতুন উপাচার্যকে স্বাগত জানিয়েছেন। ৪৮ বছর বয়সী মিস্টার সিয়াং রোং হলেন নান খাই বিশ্ববিদ্যালয়ের দেশ-বিদেশে নিয়োগ প্রক্রিয়ায় বাছাইকৃত প্রথম উপাচার্য হন।

    সিয়াং রোং ১৯৯২ সালে শাংহাই দ্বিতীয় চিকিত্সাবিদ্যা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের স্ক্রিপট গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, তিনি নান খাই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের খবর হঠাত্ পেয়েছেন। (১)

    গত বছর আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে কাজ করছিলাম। এমন সময় আমার একজন বন্ধু, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে বলেছেন, নান খাই বিশ্ববিদ্যালয় বিশ্বের শ্রেষ্ঠ প্রতিভা বাছাই ও নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ কথা শুনে আমি নান খাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করি। নান খাই বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। থিয়েন চিন হচ্ছে চীনের প্রধান উন্নত শহরের একটি। আমি নান খাই বিশ্ববিদ্যালয় গিয়ে এই বড় প্ল্যাটফর্মের মাধ্যমে আরো সাফল্য অর্জন করতে পারবো।

    নান খাই বিশ্ববিদ্যালয় চীনের প্রধান ও জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে নয়া চীনের প্রথম প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ বহু শ্রেষ্ঠ প্রতিভার জন্ম দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় চীনের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    নান খাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাও চি হো বলেছেন, ২০০৬ সালের অক্টোবর মাসে নান খাই বিশ্ববিদ্যালয় বিশ্বের তথ্য মাধ্যমে উন্মক্ত প্রতিযোগিতার দ্বারা শ্রেষ্ঠ প্রতিভা বাছাই করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করে। দু'মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়টি ১৪টি দেশের ১৪০টিরও বেশি আবেদনপত্র পায়। আবেদনকারী এসব প্রতিভাধর ব্যক্তির বেশির ভাগেরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ওক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইয়েল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বা সুষ্ঠু শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি তাঁদের গড়পরতা বয়স ৪৫। উপাচার্য রাও চি হো বলেছেন,(২)

    এবারের পরীক্ষার্থীদের মধ্যে বেশি ভাগের বিদ্যা ক্ষেত্রের খুব ভালো পটভূমি, সাফল্য এবং পরিচালনার অভিজ্ঞতা রয়েছেন। এ রকম নিয়োগের জন্য ভবিষ্যতেও আমাদের বিশ্ববিদ্যালয় একই কর্মসূচী গ্রহণ করবে।

    ৭৩টি উপাচার্যের আবেদন পত্রের মধ্যে ৩৪টিই বিদেশে থেকে এসেছে। তাদের মধ্যে চিকিত্সাবিদ্যা, জীবানুবাহী, তথায়ন বিষয়ক তত্ত্ব, পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের উপাচার্যগণ এমনিতেই খুব জনপ্রিয়। সিয়াং রোং তাঁদের মধ্যে একজন।

    নান খাই বিশ্ববিদ্যালয় বিশ্বে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের সময় অধিকাংশ পরীক্ষক জিজ্ঞাস করেছে যে, এসব নতুন নিয়োগের ক্ষেত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য নিজের উদ্যোগে কি কি ভূমিকা পালন করতে পারে? এর উত্তরে সিয়াং রোং বলেছেন,(৩)

    আমি নান খাই বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাবিদ্যা ইনস্টিটিউটের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবো। আমরা চিকিত্সাবিদ্যা ক্ষেত্রের শ্রেষ্ঠ প্রতিভা সৃষ্টি করবো। আমি মনে করি, এটি হচ্ছে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। আমি আমার লব্ধ জ্ঞান নান খাই বিশ্ববিদ্যালয়ে দেবো। আমি আশা করি, আমি চীনের চিকিত্সাবিদ্যা ক্ষেত্রে কিছু কাজ করতে পারবো।

    আমাদের সংবাদদাতা সাক্ষাত্কার দেয়ার সময় আরো দুই নতুন নিয়োগ প্রাপ্ত উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। তাঁরা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী চীনা বিজ্ঞানী।একজন হচ্ছেন জীবন ও বিজ্ঞান ইনস্টিটিউটের উপাচার্য, ইয়েল বিশ্ববিদ্যালয়ের উপ-অধ্যাপক ইন চি নান। অন্যজন হচ্ছেন ঔষুধ ইনস্টিটিউটের উপাচার্য, ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অধ্যাপক ওয়াং পেং। দেশে ফিরে এসে শিক্ষাদানের কারণ বলার সময় উপাচার্য ইন চি নান বলেছেন(৪)

    আমরা পরবর্তী পাঁচ বছরে থিয়েন চিন শহরের উন্নয়নের সুযোগ পাবো। চীন থিয়েন চিনে জীবানুবাহী ও চিকিত্সাবিদ্যা শিল্পের কেন্দ্র হিসেবে নির্মাণ করেছে। আমি মনে করি, এই বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।