v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-14 20:05:50    
৮-১৩ মে,২০০৭

cri
১) ভারতে গত ১১ মে যথাযোগ্য মর্যদার সঙ্গে প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা সিপাহি বিদ্রোহের ১৫০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নয়াদিল্লিতে মুঘল আমলে তৈরি লালকেল্লায় শুরু হয় বছরব্যাপী অনুষ্ঠান।

    ভারতীয় সিপাহিরা উত্তর প্রদেশের মিরাটে ব্রিটিশ কর্মকর্তাদের হত্যা করার পর ১৮৫৭ সালের ১১ মে সম্রাটের আশীর্বাদ নেওয়ার জন্য রাতভর বিস্তীর্ণ এলাকা পাড়ি দিল্লি আসেন। সেই ঘটনা স্নরণ করে হাজার হাজার মানুষের এক পদযাত্রা মিরাট থেকে শুরু হয়ে ১১ মে লালকেল্লায় গিয়ে শেষ হয়।  

    ভারতের রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরণ কাউর,সংযুক্ত প্রগাতিশীল মোর্চার চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং অর্থমন্ত্রী পি চিদাম্বরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং কেল্লার প্রাচীরের ওপর গড়া মঞ্চ থেকে দেওয়া বক্তৃতায় বলেন ,এ স্বাধীনতা যুদ্ধ বিধিন্ন ধর্ম ও ভাষাভাষীর মানুষকে ‌ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছিল। তিনি বলেছেন, স্বাধীনতার জন্য এই লড়াইয়ে হিন্দু ও মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যুন্ধ করেছিল।

    রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম তাঁর ভাষণে যুবসমাজের প্রতি দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    সোনিয়া গান্ধী বলেন, অনেক ঐতিহাসিক ওই ঘটনাকে সাধাকে সাধারণ সিপাহিদের বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুন্ধ। তিনি বলেন, সিপাহিরা ছিলেন অগ্রগামী যোন্ধা। গোটা দেশ ছিল তাঁদের পেছনে।

২) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গুগো শাভেজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুসকে তাঁর দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভুষিত করেছেন। ক্ষুদঋণ প্রকল্প উদ্ভঅবনের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

    গত ১১ মে রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে তাঁকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সম্মান 'অর্ডার অব দ্য লিবারেটর ইন ফার্স্ট ক্লাস উইথ গ্রান্ড ডেকোরেশন'-এ ভূষিত করা হয়।

    আনুষ্ঠানে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট,মন্ত্রিসভার সদস্য,বিশিষ্ট ব্যাংকার,সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রচার মাধ্যমের সদস্যরা যোগ দেন। এ ছাড়া প্রায় ৫০০ ক্ষুদ্রঋণ গ্রহিতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    প্রোসিডেন্ট শাভেজ দারিদ্র্য দূরীকরণের আন্দোলনে ভেনেজুয়েলার গরিব মানুষকে সাহায্য করার জন্য ড.ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি ড.ইউনূসের কামাজিক বাণিজ্যের ধারণায় কতটা অভিভূত হয়েছেন তা শ্রোতাদের কাছে ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের আগে অধ্যাপক ইউনূস দারিদ্র্য বিমোচন কৌশল নিয়ে প্রেসিডেন্ট শাভেজের সঙ্গে একান্ত বৈঠক করেন। তিনি বাংলাদেশের কাছে সহজ শর্তে ভেনেজুয়েলার তেল বিক্তি করার জন্যও শাভেজের প্রতি অনুরোধ জানান।

৩) আফগান সীমান্ত দিয়ে তালেবান গেরিলাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে পাকিস্তান। কাবুলের বিরোধিতা সত্ত্বেও এরই মধ্যে ওয়াজিরিস্তানের প্রায় ২০ কালোমিটার সীমান্তে এ প্রাচীর নির্মাণের কাজ শেষ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনা কর্মকর্তারা গত ১০ মে এ কথা জানিয়েছেন।

    সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন,উত্তর ওয়াজিরিস্তানের ২০ কালোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং বাকি কাজ চলছে।

    আরশাদ জানান,ওয়াজিরিস্তানের এ দুর্গম এলাকায় মোট ৩৫ কালোমিটার সীমান্তে বেড়া দেয়ার কাজ শেষ করা হবে সীমান্ত সুরক্ষা পরিকল্লনার প্রথম পর্যায়ে।

    গত মাসে ওয়াজিরিস্তান সীমান্তে বেড়া দেয়া নিয়ে পাক সেনাদের সঙ্গে সিজেদের সেনাদের সংঘর্ষের কথা জানায় আফগানিস্তান। পাকিস্তান তখন ওই সংঘর্ষের কথা স্বীকার করলেও সীমান্তে বেড়া নির্মাণের কথা স্বাকার করেনি।

৪) শ্রী লংকায় ক্রমাবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে দেয় কিছু সাহায্য স্থগিত করেছে আমেরিকা। কলম্বোয় তিনদিনের সফর শেষে আমেরিকান সহকারী পররাষ্ট্রমন্ত্রীরিচার্ড বাউচার ১০ মে এ কথা জানান।

    বাউচার বলেন, শ্রী লংকায় অপহরণ ও হত্যার ঘটানা ক্রমেই বাড়তে থাকায় এবং এ নিয়ে সরকার ও তামিল গেরিলাদের একে অন্যের ওপর দোষারোপের ঘটনায় আমেরিকা উদ্বিগ্ন।

    কলম্বো ত্যাগের আগে সাংবাদিকদের তিনি বলেন, দ্বীপ দেশটিতে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দুটি বিষয় আমাদের উদ্বিগ্নকরছে, একটি হলো অপহরণ ও হত্যা, আরেকটি হলো গণমাধ্যমের স্বাধীনতা। সরকার ও তামিল গেরিলাদের মধ্যে শান্তি চুক্তি র্পযবেক্ষণকারী নরওয়ের প্রতিনিধিরা সরকারি সেনাদের বিরুদ্ধে আইনবহির্ভূত হত্যা ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গেরিলাদের অন্য একটি পক্ষের হয়ে লড়াই করার জন্য শিশুদের অপহরণ করার অভিযোগ এনেছেন।

৫) শ্রীলঙ্কা ও নেপালে সংঘাতময় পরিস্থিতিতে গেরিলা বাহিনীতে শিশুযোদ্ধা সংগ্রহের ঘটনা বেড়ে যাওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক ওয়ার্কিং গ্রুপ উদ্ধেগ গ্রকাশ করেছে। তারা এই শিশুযোদ্ধাদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

    শ্রীলঙ্কা গেরিলা গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল ইলম(এলটিটিই) ও মূল দল থেকে আলাদা হয়ে যাওয়া করুণার নেতৃত্বাধীন গেরিলা গোষ্ঠীর কাছে গত ১২ মে পাঠানো বার্তায় ওয়ার্কিং গ্রুপ এ দাবি জানায়।

    সংস্থাটি শ্রীলঙ্কা ও নেপালে সব এলাকায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা ও শিশুদের জন্য নিরাপদ অঞ্চলের প্রতি সম্মান দেখানোর আহবান জানিয়েছে। তারা নেপাল সরকার ও বর্তমানে দেশটিতে শান্তি প্রক্রিয়ায় যুক্ত মাওবাদী গোরিলাদের প্রতি অবিলম্বে শিশুযোদ্ধাদের ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছে।

৬) পূর্ব লন্ডনের বাংলা টাউনে গত ১২ মে শুরু হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা। এ বছর মেলার ১০ বছর পূর্ণ হলো। এটি বাংলাদেশের বাইরে বাঙালিদের মবচেয়ে বড় সর্বজনীন অনুষ্ঠান হিসেবে বিবেচিত। এবার মেলায় নতুন আকর্ষণ হিসেবে যাত্রা ও কাবাডি খেলার আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে যাত্রা ও 'বই-লিট' (বৈশাখী সাহিত্য) দিয়ে ব্রডি সেন্টারে এর উদ্ধোধন করা হয়।

    প্রতি বছরই গুণগত মনোন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে মেলার আয়তন। এখন এ মেলা উইভার্স ফিল্ড, এলেন গার্ডেন ও হ্যানব্যারি স্ট্রিট ছাড়িয়ে গেছে বেথনাল গ্রিন পর্যন্ত। আবহাওয়ার কারণে নববর্ষের প্রথম দিনে এত বড় অনুষ্ঠান করা যায় না বলে বৈশাখের শেষলগ্নে এর আয়োজন করা হয়। মেলার প্রথম দিনেই জমে উঠেছিল ব্রাডি সেন্টার। সেখানে এক দিকে চলছিল যাত্রা, অন্য দিকে জমে উঠেছিল কাউন্সিল এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বই-লিট (বৈশাখী সাহিত্য) উত্সব ও বইমেলা।

    মেলার উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা আবদুল্লাহ আবু সায়ীদ। প্রতিষ্ঠিত হয় শিশুদের ছবি আঁকা। শিশুদের চিত্রাঙ্কনের বিষয়বস্ত্ত ছিল 'বাংলা'। মেলায় বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রকাশকের যোগ দেওয়ার কথা থাকলেও 'সময় প্রকাশনী'র ফরিদ আহমদ ছাড়া আর কেউই এসে পৌঁছাতে পারেননি। তবে স্থানীয় কবি, লেখক ও টাওয়ার হ্যামলেটস মাদার টাং বিভাগের উল্লেখযোগ্য বই ও তথ্যসমগ্রের প্রদর্শনী ছিল লক্ষণীয়া। সেখানে আরও ছিল স্থানীয় সংবাদপত্র ও বাংলাদেশি খাবারের স্টল। ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে এখানে জড়ো হয়েছিল কিছু বইপ্রেমী মানুষ।

    বই-লিট সাজানো হয় আলোচনা, বাংলা কবিতা, বিতর্ক, নাটক, পালা, আবৃত্তি, নাচ ও গান দিয়ে। এতে অংশ নেয় কবিতা সংগঠন শব্দপাঠ, মানবাধিকার সংগঠন দৃষ্টিপাত, ম্যানচেস্টারের বাংলা ড্রামা দল ও বার্মিংহামের সন্ধানী নাট্যগোষ্ঠী। সংগীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র থেকে আসা শিল্পী কাদেরী কিবরিয়া, বাংলাদেশ থেকে আসা শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং চ্যানেল আই-এর পুনম প্রিয়াম। বেদের মেয়ে জ্যোত্না যাত্রাপালায় অংশ নেন তমালিকা কর্মকার, অরুণা বিশ্বাস প্রমুখ।