চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৪ মে পেইচিংয়ে বলেছেন , চীন সরকার দৃঢ়ভাবে আফ্রিকার পুনরুজ্জীবন ও উন্নয়নকে সমর্থন করে এবং রুয়ান্ডাসহ আফ্রিকান দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় ও সমন্বয় বজায় রাখতে ইচ্ছুক , যাতে চীন-আফ্রিকা বন্ধুত্ব যত তাড়াতাড়ি সম্ভব আফ্রিকান জনগণের জন্য উপকার বয়ে আনতে পারে ।
হু চিন থাও ও চীন সফররত রুয়ান্ডার প্রেসিডেন্ট পাওল কাগামে এক বৈঠকে মিলিত হয়েছেন । হু চিন থাও বলেন , দু'দেশের সম্পর্ককে আরো ত্বরান্বিত করার জন্য চীন রুয়ান্ডার সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে আরো গভীরে নিয়ে যাবে , বাণিজ্য , অর্থ বিনিয়োগ , কৃষি ও বুনিয়াদি ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে এবং শিক্ষা , সংস্কৃতি , স্বাস্থ্য রক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতাকে আরো সম্প্রসারিত করবে । এর পাশাপাশি বহু পাক্ষিক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানে দু'দেশের সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদী ।
|