১৩ মে গভীর রাতে চীনের সি ছাং উপগ্রহ উত্ক্ষপণ কেন্দ্র থেকে চীনের লংমার্চ তিন নামে বাহক-রকেটের মাধ্যমে নাইজেরিয়ার এক নং টেলিযোগাযোগ উপগ্রহ উত্ক্ষেপণ করা হয়েছে । চীন এই প্রথম বারের মতো রকেট ও উপগ্রহসহ পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিদেশের জন্য বাণিজ্যিক উপগ্রহ পরিসেবা যুগিয়েছে ।
খবরে প্রকাশ , নাইজেরিয়ার এক নং টেলি-যোগাযোগ উপগ্রহটি এ বছরের শেষ নাগাদ চালু করা হবে , যাতে টেলি-যোগাযোগ , বেতার ও ইন্টারনেটসহ বিভিন্ন ক্ষেত্রে নাইজেরিয়ার চাহিদা মেটানো যায় ।
বিশেষজ্ঞরা মনে করেন যে , এই প্রকল্প চালু হওয়ার ফলে যেমনি নাইজেরিয়ায় বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে , তেমনি তা নাইজেরিয়ার ইন্টারনেট ও টেলিফোন গ্রাহকদের চল্লিশ-পঞ্চাশ কোটি মার্কিন ডলার খরচ কমাবে । এ ছাড়া উপগ্রহটি বৈদ্যুতিক বাণিজ্য , টেলিভিশন ও ইন্টারনেটযোগে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । এতে নাইজেরিয়ার অর্থনীতির উন্নয়ন , আফ্রিকায় উপগ্রহের ব্যবহার , ভূ- টেলিযোগাযোগ ও টেলিযোগাযোগ নেটওয়ার্ট ক্ষেত্রের অগ্রগতিকেও ত্বরান্বিত হবে ।
|