মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র জরডন জনড্রোয়ে ১৩ মে বলেছেন , যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহে ইরাকের নিরাপত্তার বিষয় নিয়ে বৈঠক করবেন ।
এ দিন প্রেসিডেন্ট বুশের সফরসঙ্গী হিসেবে জরডন জনড্রোয়ে বিমান বাহিনীর এক নং বিশেষ বিমানে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , দু'দেশ বৈঠকে শুধু ইরাক সমস্যা নিয়ে আলোচনা করবে । তা দু'দেশের মধ্যেকার সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট নয় । তিনি দু'দেশের বৈঠকের বিস্তারিত সময় ও স্থান জানান নি । তিনি বলেন , ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রুকার যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনীর মুখপাত্র লি আন ম্যাকব্রাইড এ দিন কায়রোতে বলেছেন , যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ইরাকের বিষয়ে রাষ্ট্র পর্যায়ের বৈঠক করতে ইচ্ছুক । কিন্তু বৈঠকের বিষয়বস্তু শুধু ইরাক সমস্যার সঙ্গে জড়িত ।
|