১৪ মে লাসায় সি আর আইর প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাত্কারে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ সুরক্ষা ব্যুরোর প্রধান চাং ইয়ুংচে বলেছেন , সংশ্লিষ্ট কার্যক্রম অনুযায়ী ২০১৫ সাল নাগাদ প্রাকৃতিকপরিবেশ রক্ষায় তিব্বত সরকার ২৯ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে ।
তিনি বলেছেন , " তিব্বত মালভূমির প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও নির্মান প্রকল্প" শিরোনামে এ কার্যক্রমটি এ বছর রাষ্ট্রীয় পরিষদে দাখিল করা হবে । তিব্বতের তৃণভূমি, মাটি ও পানি এবং নদনদীর উত্স এলাকার পরিবেশ রক্ষা এবং কৃষক ও পশুপালকদের ঐতিহ্যিক জ্বালানী সম্পদের ব্যবহারসহ নানা বিষয় এই কার্যক্রমে অন্তর্ভূক্ত রয়েছে । এর মধ্যে রয়েছে পশু পালনের ক্ষেত্রকে তৃণভূমিতে ফিরিয়ে আনা , পশুপালকদের আবাসিক এলাকা, বনের অগ্নিকান্ড প্রতিরোধ , কীটপতঙ্গ নির্মূল, গ্রামে মিথেন গ্যাসকে জনপ্রিয় করা এবং সৌরশক্তির ব্যবহার সহ নানা প্রকল্প।
|