৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ১৪ মে জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর---প্যালেস অব নেশনসে শুরু হয়েছে।
এবারের সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা। দশ দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বর্তমানে বিশ্বের বার্ড ফ্লু মোকাবেলার ব্যবস্থা , যক্ষ্মারোগ প্রতিরোধ ও নির্মূল করা, বিশ্ব স্বাস্থ্য কৌশল এবং বিশ্ব ম্যালেরিয়া দিবস উত্সব প্রতিষ্ঠার ব্যাপারে পরামর্শ করবেন। চীনের স্বাস্থ্য মন্ত্রী কাও চিয়াংর নেতৃত্বে চীনের একটি প্রতিনিধি দল এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ সংস্থা। প্রতি বছর মে মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
|