১৪ মে ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী হানি আল কাওয়াসমেহ পদ ত্যাগের কথা ঘোষণা করেছেন ।জানা গেছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন । এ পর্যন্ত তাঁর পদত্যাগের কারণ জানা যায় নি । স্থানীয় সংবাদমাধ্যম মনে করে, এটা খুব সম্ভবত হামাস এবং ফাতাহ'র মধ্যে সশস্ত্র সংঘর্ষ সম্পর্কিত । তিনি হলেন চলতি বছরের মার্চ মাসে ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার পর পদত্যাগকারী প্রথম মন্ত্রী ।
১৩ মে ভোরে হামাস এবং ফাতাহ'র যোদ্ধাদের মধ্যে গাজা অঞ্চলে তুমুল লড়াই হয় । যদিও গাজায় মিশরের নিরাপত্তা প্রতিনিধির মধ্যস্থতায় দু'পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু ১৪ মে দু'পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ঘটেছে ।এতে ১২ জন হতাহত হয়েছে ।
|