ফিলিস্তিনের হামাস ও ফাতাহের সশস্ত্র সদস্যরা ১৪ মে সকালে গাজায় গুলি বিনিময় করেছে। এতে ১২জন হতাহত হয়েছে।
এদিন সকালে হামাসের সশস্ত্র ব্যক্তিরা ফাতাহের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গাজায় দু'বার গুলি বিনিময় করেছে। এতে ফাতাহের দুজন সদস্য নিহত এবং দু'দলের ১০জন আহত হয়েছে। এই তত্পরতার ফলে দু'পক্ষের মধ্যে ১৩ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি হুমকির সম্মুখীন হয়েছে।
১৩ মে সকালে হামাসের সশস্ত্র ব্যক্তিরা ফাতাহের আল-আকসা মার্টিরস ব্রিগেডের কয়েকজন সদস্যের ওপর হামলা চালায়। এতে চারজন নিহত এবং দশজনেরও বেশি আহত হয়েছে। এটি হচ্ছে ফিলিস্তিনের যৌথ সরকার প্রতিষ্ঠার পর দু'দলের মধ্যে সবচেয়ে মারাহ্মক সহিংশ সংঘর্ষ।
|