সম্প্রতি এক সাক্ষাত্কারে চীনের উপস্বাস্থ্যমন্ত্রী হুয়াং চিয়েফু বলেছেন , চীন আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনেরপরিপূর্ণ ব্যবস্থা গড়ে তুলবে ।
হুয়াং চিয়েফু বলেছেন , গত বছর থেকে এ পর্যন্ত চীন পরপর অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন সম্পর্কিত ধারাবাহিক মানদন্ড ও আইনবিধি প্রণয়নকরেছে । ইতোমধ্যেইসারা দেশের ৬০০টি চিকিত্সা সংস্থার আবেদনগুলো যাচাই করা হয়েছে । এর মধ্য থেকে ১৬০টি সংস্থাকে চীনের স্বীকৃত, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চিকিত্সা সংস্থা হিসেবে বেছে নেয়া হয়েছে । স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ ও জনসাধারণকে ধাপেধাপে মস্তিস্কের মৃত্যুর বিষয়টিকে গ্রহণ করার এবং অঙ্গপ্রত্যঙ্গ প্রদানের ব্যবস্থাকেপরিপূর্ণ করার কাজ তরান্বিত করবে । তাছাড়া চীন অঙ্গপ্রত্যঙ্গ বন্টনের আঞ্চলিক নেট গড়ে তুলবে এবং অঙ্গপ্রত্যঙ্গ বন্টনের যুক্তি ও কার্যকরিতাকে উন্নত করবে ।
এক পরিসংখ্যান অনুযায়ী চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পর বিশ্বেঅঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রে পরিণত হয়েছে ।
|