সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতবছর চীনের অক্ষতিকর শাকসবজীর বার্ষিক বিক্রীর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ইউয়ান । এর রপ্তানি মূল্য বেড়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার । তা সারা দেশের কৃষি পণ্যের মোট রপ্তানির পরিমাণের ১০ শতাংশ দাঁড়িয়েছে।
২০০১ সালে "অক্ষতিকর শাকসবজীর প্রকল্প" শুরু হওয়ায় চীন অক্ষতিকর কৃষি পণ্য ও সংশ্লিষ্ট খাদ্য সংক্রান্ত উন্নয়নে অনেক প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে, কৃষি পণ্যগুলোর নিরাপত্তা ক্ষেত্রের গুণগত মান অনেক উন্নত হয়েছে। গতবছর নাগাদ, অক্ষতিকর কৃষি পণ্য সংক্রান্ত উত্পাদনকারী স্থানের সংখ্যা মোট ৩০ হাজার ২৫৫টি। তা সারা দেশের আবাদী জমির মোট আয়তন ২০ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, এখন মোট ৫০ শতাংশ চীনা পণ্যভোগী প্রাথমিকভাবে অক্ষতিকর শাকসবজী বাছাই করে থাকে।
|