চীনের তথ্য ও প্রকাশনা সম্পর্কিত কেন্দ্রীয় প্রশাসনের প্রধান লিউ বিন জিয়ে ১৪ মে পেইচিংয়ে বলেছেন, চীন সরকার অব্যাহতভাবে পত্রিকা ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করবে, সংস্কৃতির রকমারিতার উন্নয়ন ত্বরান্বিত করবে।
সেদিন অনুষ্ঠিত ৩৬তম বিশ্ব সাময়িক পত্র-পত্রিকা সংক্রান্ত সম্মেলনে লিউ বিন জিয়ে এ কথা বলেছেন। তিনি বলেছেন, তথ্য, প্রদর্শনী, জনশক্তির প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক পত্রিকা সংস্থা ও বিদেশের পত্রিকা মহলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করবে। এর পাশাপাশি চীনের বাজার আরো উন্মুক্ত করা হবে। বিদেশের প্রকাশনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে চীনের পত্রিকার রপ্তানী, কপিরাইট বাণিজ্য ও সংরক্ষণ কাজে অংশ নিতে স্বাগত জানায়। বিদেশের প্রকাশনা শিল্প প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে বৈধ সহযোগিতা প্রকল্প চালু করলে চীনের শিল্প প্রতিষ্ঠানের সমান সুযোগ সুবিধা ভোগ করবে।
|