চীন সরকার আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছে। সুদান সরকার ১৩ মে তাঁকে স্বাগত জানিয়েছে। সুদান সরকার মনে করে, এই তত্পরতা চীন সরকারের দার্ফুর সমস্যাসহ আফ্রিকার সমস্যা সমাধান সম্পর্কে আরো বেশি সহায়তা প্রদানের কথাই প্রকাশিত হয়েছে।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি আল-সাদিগ এদিন সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন। তাছাড়া চীনের বিশেষ দূত দার্ফুর সমস্যা সমাধানের মধ্যেই তার দাত্বিকে সীমাবদ্ধ রাখবেন না। তিনি আফ্রিকার অন্য সব সমস্যা সমাধান সম্পর্কেও সহায়তার ওপর গুরুত্ব দেবেন।
তিনি বলেছেন, সুদান ও চীনের সম্পর্ক ভালো। দু'সরকার দার্ফুরসহ বিভিন্ন সমস্যায় অব্যাহতভাবে পরামর্শ করবে।
|