v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-15 20:34:07    
মান চিয়াং ও তার গান

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের কন্ঠ শিল্পী মান চিয়াং-এর কয়েকটি গান শোনাবো এবং তাঁর সম্পর্কে কিছু কথা বলবো।

(সঙ্গীত-১

    এখন আপনারা যে গান শুনছেন, সে গানটি হচ্ছে ১৯৯৮ সালে মান চিয়াং-এর সঙ্গীত ক্ষেত্রে প্রবেশের পর গাওয়া প্রথম গান। এ গানটি মান চিয়াং তার দাদীকে নিবেদন করে গেয়েছেন। গানটির সুর ও বানীতে তার দাদীর প্রতি যে অনুভূতি প্রকাশিত হয়েছে সবার মন ফেড়ে নিয়েছে। এ গানটি খুবই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। মান চিয়াং-এর কণ্ঠ সবাইকে মুগ্ধ করেছে এবং তিনি অনুরাগীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন বন্ধুর মতই।

    ১৯৯৮ সালে, মান চিয়াং সনি রেকর্ড প্লেয়ার কোম্পানির সঙ্গে গায়ক হিসেবে চুক্তি বদ্ধ হন। চুক্তির পর তিনি তার প্রথম এলবাম 'পরিবর্তিত সমুদ্র' প্রকাশ করেছেন মনপ্রাণ-চেলে। এলবামের মধ্যে 'আমরা বন্ধু', 'তুমি হচ্ছো বসন্তের বাতাস ও আমি হচ্ছি বৃষ্টি'সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। এর পাশাপাশি মান চিয়াং-এর সুদর্শন চেহারা, স্মিতহাস্য মুখারয় এবং মনোহরী কণ্ঠ দিয়ে হাজার হাজার নতুন গায়ক-গায়িকার মধ্য থেকে সে বছরেই সঙ্গীত ক্ষেত্রের জনপ্রিয় ও বিখ্যাত শিল্পীতে পরিনত হন। আচ্ছা, তাহলে শুনুন 'তুমি হচ্ছো বসন্তের বাতাস ও আমি হচ্ছি বৃষ্টি' এই গানটি।

(সংগীত-২)

    এটা হচ্ছে মান চিয়াং-এর প্রথম এলবামের প্রধান গান। গানের কথা হলঃ আমি তোমাকেই ভালোবাসি। যদিও তুমি আমাকে কোনো প্রতিশ্রুতি দাওনি। প্রতিদিন ঠিক সুর্য উঠার মতোই। আমি তোমার কথাই ভেবে যাই। সময় কেন যে এতো কষ্টের। ঠিক পাহাড়ের ওপরে একাকী দাঁড়ানোর মতো। আমি শুধু তোমাকেই দেখতে চাই। কেউ কি তোমাকে বলেছে যে, তুমি হচ্ছো বসন্তের বাতাস এবং আমি হচ্ছি বৃষ্টি। তোমার হাসি আস্তে আস্তে আমার হৃদয়ে চেপে বসেছে। তোমার চুল আমার দু'চোখকে জড়িয়ে রেখেছে। আমিতো তোমাকে ছাড়া কিছুই বুঝি না।

    এর পরে মান চিয়াং পর পর তিনটি এলবাম প্রকাশ করেছেন। ফলে তার গাওয়া রোমান্টিক ও সকট স্টাইল তৈরীর মধ্য দিয়ে সহজেই তরুণ-তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছে। মান চিয়াং একের পর এক বহু ধরনের জনপ্রিয় সঙ্গীত সৃষ্টির চেষ্টা করেছেন। ফলে সঙ্গীতের বিভিন্ন স্টাইলের প্রয়োণে তিনি পরিপক্বভাবে নিজের প্রতিভাবে ফুটিয়ে তুলে পেরেছেন। তাহলে বন্ধুরা, এখন শুনুন মান চিয়াং-এর চতুর্থ এলবামের গান 'প্রেমের শহর'।

(সঙ্গীত-৩)

    গানের কথা হলঃ এটা হচ্ছে একটি প্রেমের শহর। ঠিক যেদিন তুমি আমার কাছে এসেছিলে সেদিন থেকেই। প্রত্যেকটি সড়কের প্রত্যেকটি গাছের পরিবেশ এতো সুন্দর এ যেন আমাদের জন্য উপযুক্ত। ভালোবাসার জন্যই যেন তারা অপেক্ষা করছে। তাই এটা হচ্ছে একটি প্রেমের শহর। বৃষ্টির পর আবহাওয়া এতো নির্মল। আমি তোমার জন্য কবিতা লিখতে চাই। আমি তোমায় সঙ্গে নিয়ে এই শহরের রাতের শব্দ শুনতে চাই। তুমি বাসায় ফিরে যাবার পর আমি শুধু তোমার কথাই ভেবে চলেছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি ভালোবাসি আন্ত আবাশ আর সাগরের মতো।

    ২০০৪ সালে প্রকাশিত তার পঞ্চম এলবামটি মান চিয়াংকে একজন সকল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঠিক তার নিজের কথার মতোঃ যারা এই এলবাম পছন্দ করে, তারা নিশ্চ্যই তার জীবনকে অনুভব করে এবং প্রেমকে হৃদয় দিয়ে বোঝে। গানের স্টাইল এমনকি গাওয়ার ভঙ্গিতে মান চিয়াং দু'ক্ষেত্রেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এই এলবামের গানগুলোর মধ্য দিয়ে অনুরাগীরা মানচিয়াংকে আরো বেশী কুঝতে ও জানতে পেরেছেন। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, তাহলে আমরা এক সঙ্গে এই এলবামের প্রধান গানটি শুনবো। গানটিতে মানচিয়াং গম্ভীর সুরেলা ও ওম্তাদী কণ্ঠে প্রেমের প্রতি তার অনুরাগের কথা দৃঢ়ভাবে বর্ণনা করেছেন।

(সঙ্গীত-৪)

    গানের কথা হলঃ যদি প্রেম অর্ধেক জীবনের জন্য হয়, তাহলে সেই অর্ধেক প্রেম নিয়েই বেঁচে থাকবো সারাটা জীবন। আমি এখানে আছি। আমি তোমাকে ভুলিনি। ভুলবোনা, কারণ আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমার জন্যই অপেক্ষা করছি । অপেক্ষেয়ে থেকে যাবো আন্তকাল।

    মান চিয়াং তার সঙ্গীত ভুবনে আসার পর থেকে এখনো তার গানের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন প্রতিবারই সাফল্যের ছোঁয়ায়। মান চিয়াং-এর গানের মধ্যে প্রেম ভালোবাসা জীবনের কথা আর বেঁচে থাকার উপমাগুলে অনন্য হয়ে উঠেছে সাবলীল ধারায় তিনি তার কণ্ঠের মাধুর্য দিয়ে প্রাতটি গানকে নির্মাণ করেছেন এক আবদ্য সাফ্যের প্রতীক হিসেবে। আচ্ছা প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য মান চিয়াং-এর গাওয়া কয়েকটি বিদেশী গান শোনালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।