ইরাকের পুলিশ ১৩ মে স্বীকার করেছে যে, ইরাকের উত্তরাংশের মাহমুর শহরে অবস্থিত কুর্দ গণতন্ত্র পার্টির কার্যালয়ে গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন মারা গেছে, কয়েক ডজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৩ মে একটি গাড়ী হঠাত অফিস ভবনের দিকে চলে যায়। পুলিশের ধারণা , ইরাকের উত্তরাংশের কুর্দ স্বায়ত্তশাসিত অঞ্চলের নেতৃবৃন্দ এবারের হামলার লক্ষ্য ছিল।
এখন পযর্ন্ত কোন সংস্থা বা ব্যক্তি এই ঘটনার দায়িত্ব স্বীকার কনেনি।
|