চীন সফররত মার্কিন সেনাবাহিনী প্যাসিফিক সদর দপ্তরের সেনাপতি টিমোথি কীটিং ১২ মে পেইচিংয়ে বলেছেন, মার্কিন-চীন সেনাবাহিনীর যোগাযোগ জোরদার হচ্ছে। তাইওয়ান সমস্যায় মার্কিন নীতি পরিবর্তিত হয়নি এবং আগের মতো দৃঢ়ভাবে তাইওয়ান প্রণালীর দু'পাড়ের শান্তির জন্য চেষ্টা করতে থাকবে।
তিনি বলেছেন, চীন সরকার ও চীন সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছেন তা ছিল খোলাখুলি ও গঠনমূলক। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান প্রেক্ষাপটে অধিকতরভাবে মার্কিন-চীন সেনাবাহিনীর যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক। যাতে পারস্পরিক আস্থা ও উপলব্ধি বাড়ানো এবং বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা চালানো যায়।
তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে একচীন নীতিতে অবিচল থাকবে, মার্কিন-চীন তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলবে এবং কখনও 'তাইওয়াপন্থীদের' সমর্থন করবে না।
কীটিং ১০ মে চীনে পাঁচদিনব্যাপী সফর শুরু করেছেন। চলতি বছরের ২৬ মার্চ মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক সদর দপ্তরের সেনাপতি নিযুক্ত হবার পর চীনে এটা তার প্রথম সফর।
|