ইরাকের জাতীয় সংসদে ১২ গৃহীত প্রস্তাবে বাগদাদে নিরাপত্তা পৃথকীকরণ দেয়াল নির্মাণ করার বিরোধিতা করেছে এবং প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কাছে ইরাকের নিরাপত্তা সমস্যা নিয়ে জাতীয় সংসদে সাক্ষ্য দেয়ার দাবি জানিয়েছে।
এ দিন ইরাকের জাতীয় সংসদ বাগদাদে পৃথকীকরণ দেয়াল নির্মাণ করা, মার্কিন বাহিনী ইরাকে অব্যাহতভাবে থাকা, হঠাত্ হামলা চালানো এবং মানবাধিকার লঙ্ঘন করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে তীব্র সমালোচনা করে। ১৩৮টি পক্ষে ভোট এবং ৮৮টি বিপক্ষ ভোটে বাগদাদে পৃথকীকরণ দেয়াল নির্মাণ বিরোধিতা করার প্রস্তাব গৃহীত হয়।
ইরাকের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ও দু'জন ভাইস-প্রেসিডেন্টের অনুমোদন পেলে, এই প্রস্তাব আইন হতে পারে। নাহলে জাতীয় সংসদে আবার পর্যালোচনার করতে হবে।
|