হংকংয়ে মোতায়েন চীনা গণ মুক্তি ফৌজের বাহিনীর সেনাপতি লেফটেনান্ট জেনারেল ওয়াং চি থাং শনিবার হংকংয়ে বলেছেন , ১৯৯৭ সালে তার বাহিনী হংকংয়ে মোতায়েনের পর প্রতিরক্ষামূলক দায়িত্ব পালনের প্রক্রিয়ায় স্থানীয় পুলিশ বিভাগের সংগে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা গড়ে তুলেছে ।
ওয়াং চি থাং বলেন , মাতৃভূমির কোলে হংকংয়ের ফিরে আসার পর গত দশ বছরে হংকংয়ের পুলিশ বাহিনী বিভিন্ন ধরণের নতুন চ্যালেঞ্জ ধীরস্থিরভাবে মোকাবিলা করে চমত্কারভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করেছে এবং হংকংয়ের সামাজিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে । তারা হংকংবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসা ও সম্মতি লাভ করেছে । হংকংয়ে মোতায়েন চীনা গণ মুক্তি ফৌজের বাহিনীর কাঁধে ন্যাস্ত রয়েছে হংকংয়ের প্রতিরক্ষার গৌরবময় দায়িত্ব । এ বাহিনী সবসময় এক দেশ , দু্ই ব্যবস্থার নীতি অনুসরণ করে নিরলসভাবে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা সংরক্ষণের জন্যে প্রচেষ্টা চালিয়ে আসছে
|