১২ মে আফগানিস্তানের সংসদের একটি অধিবেশনে ভোটের মাধ্যমে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেনজিন দাত্ফার স্পেনটাকে পদচ্যুত করা হয়েছে । পদচ্যুত করার কারণ হলো ইরানে থাকা আফগান শরনার্থীদের দেশে পাঠানোর ব্যাপারে ব্যর্থকুটনৈতিক প্রচেষ্টা ।
আফগানিস্তানের সংসদে স্পেনটার বিরুদ্ধে অনাস্থা ভোট গৃহিত হয় । আফগান সরকারের একজন কর্মকর্তা বলেছেন , নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট স্পানটাকে অব্যাহতভাবে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারেন ।
জানা গেছে , বর্তমানে ২০ লাখ আফগান শরনার্থী ইরানে রয়েছে । তাদের মধ্যে অর্ধেকই বেআইনী অবস্থান । ইরান সরকার আফগান শরনার্থীদের আগামী বছরের মার্চ মাসের আগে আফগানিস্তানে প্রত্যাবর্তনের দাবী জানিয়েছে ।
|