ইরানস্থ আর্ন্তজাতিক আণবিক শক্তিসংস্থার প্রতিনিধি সোলটাইনয়েহ ১১ মে জেনিভায় বলেছেন, ইরান তার পরমাণু স্থাপনায়আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার পরীক্ষায় বাধা সৃষ্টি করেনি।
১০ মে পাশ্চাত্য তথ্য মাধ্যমগুলোতে বলা হয়েছে , ইরান আর্ন্তজাতিক আণবিক শক্তিসংস্থার পরীক্ষকদের নাটানজের পরমাণু স্থাপনায়পরীক্ষা চালাতে বাধা দিয়েছে। সোলটাইনয়েহ বলেছেন, আর্ন্তজাতিক আণবিক সংস্থার পরীক্ষকরা সংশ্লিষ্ট চুক্তির কাঠামোতে পরমাণু স্থাপনায় পরীক্ষা চালায়নি। পাশ্চাত্য তথ্য মাধ্যমাগুলোতে এই খবর প্রচারের লক্ষ্য এই যে জেনিভায় অনুষ্ঠিত ' পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি' সংক্রান্ত অষ্টম বিচার সম্মেলনের প্রথম প্রতিস্তুতিমূলক অধিবেশনে 'নেতিবাচক পরিবেশ' সৃষ্টি করা। আর্ন্তজাতিক আণবিক সংস্থার মুখপাত্র ১১ মে বলেছেন, পরমাণু স্থাপনায় পরীক্ষা চালাতে আর্ন্তজাতিক আণবিক সংস্থার পরীক্ষকদেরকে অনুমোদন না দেয়ার যে খবর প্রচারিত হয়েছে তা সত্য নয়।
|