বিংশ শতাব্দীর আশি দশক থেকে চীনের সংখ্যালঘু জাতির ভাষার কম্পিউটারাইজেড শুরু হয়। গত বিশ বছরেরও বেশী সময়ে এই কাজে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় জাতি তত্ত্ব বিষয়ক কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মঙ্গোলীয় ভাষা, তিব্বতী ভাষা, উউগুর ভাষা, কাজাকী ভাষা, কোয়কামন ভাষা , কোরীয় ভাষা , লি জাতির ভাষা এবং তেই ভাষা কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মানদন্ডের সর্বশেষ সংখ্যায় চীনের দাখিল-করা উপরোল্লেখিত সাতটি ভাষা আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করা হয়েছে।
বতর্মানে চীনের সংখ্যালঘূ জাতির ভাষাভিত্তিক সফটওয়ার ভিনডোওস ব্যবস্থায় ব্যবহার করা যায়।
|