১৬ ও ১৭ মে আফ্রিকা উন্নয়ন ব্যাংক পরিষদের বার্ষিক সম্মেলন চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে । আফ্রিকা উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার পর চল্লিশ বছরের বেশি সময়ে এই প্রথমবার পরিষদের বার্ষিক সম্মেলন চীনে অনুষ্ঠিত হচ্ছে ।
১১ মে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের মুখপাত্র বার্ষিক সম্মেলনের তথ্য কেন্দ্রে বলেছেন , চীন হলো বিশ্বের চতুর্থ বৃহত অর্থনৈতিক গোষ্ঠী। চীনের সঙ্গে আফ্রিকার সম্পর্ক বিশ্বের বহুল আলোচিত বিষয়। চীনে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান আরো বেশি গণ মাধ্যমের দৃষ্টি আকর্ষন করবে এবং আফ্রিকা উন্নয়ন ব্যাংক তথা গোটা আফ্রিকার মর্যাদা বাড়াবে ।
সিংহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের মুখপাত্র বলেছেন , চীনে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীষ সম্মেলনের সুফল বাস্তবায়নের অন্যতম কর্মসূচী ।
জানা গেছে , বার্ষিক সম্মেলনে মোট ৫৩টি আফ্রিকান দেশ অংশ নেবে ।
|