শ্রীলংকা-চীন সমিতি ১১ মে সন্ধ্যায় কলোম্বোয় দু'দেশের মধ্য কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিক উদযাপন করেছে। দু'দেশের প্রায় ৩শ' ব্যক্তি সংবর্ধনানুষ্ঠানে অংশ নেন।
শ্রীলংকা-চীন সমিতির প্রতিষ্ঠাতা বিক্রমা বিক্রাসরিয়া তার ভাষণে বলেছেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নতি বিশ্বের অর্থনীতির জন্য গভীর প্রভাব সৃষ্টি করছে। শ্রীলংকাকে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।
শ্রীলংকায় নিযুক্ত চীনা দূতাবাসের রাজনৈতিক কাউনসেলার গে ছায়ানইয়ো ভাষণ দেয়ার সময় বলেছেন, চীন-শ্রীলংকা মৈত্রী সুদীর্ঘকালের। তিনি বিশ্বাস করেন দু'দেশের সরকার ও জনগণের মিলিত প্রচেষ্টা, দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করবে।
|