চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ১১ মে পেইচিংয়ে বলেছেন , চীন কোটেডিভার সংগে মিলে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতাকে আরো উচ্চ পর্যায়ে উন্নীত করতে প্রস্তুত রয়েছে ।
সফররত কোটেডিভার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বাকায়োকোর সংগে বৈঠক করার সময় ইয়াং চিয়ে ছি আরো বলেন , চীন সরকার চীন ও কোটেডিভার মৈত্রীর উপর বিশেষ গুরুত্ব দেয় , বরাবরের মত ভবিষ্যতেও কোটেডিভার শান্তি প্রক্রিয়াকে সমর্থন দিতে এবং কোটেডিভার সংগে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে , শুভেচ্ছামূলক বিনিময় জোরদার করতে , অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসারিত করতে এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে ।
বাকায়োকো বলেছেন , চীন পক্ষ কোটেডিভার শান্তি প্রক্রিয়া এবং জাতীয় সার্বভৌমত্ব , মর্যাদা ও বৈধ অধিকার সংরক্ষণের ব্যাপারে কোটেডিভার প্রচেষ্টাকে যে সমর্থন দিচ্ছে , তার জন্যে কোটেডিভা পক্ষ কৃতজ্ঞ রয়েছে ।
|