চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১১ মে পেইচিংয়ের মহা গণ ভবনে অস্ট্রেলিয়া, বলিভিয়া, কাজাখস্তান, সীছেলস, থাইল্যান্ড, সুরিনাম এবং জিম্বাবোয় এ সাতটি দেশের নবনিযুক্ত রাষ্ট্র দূতদের প্রদান করা রাষ্ট্রীয় পরিচয়পত্রগুলো গ্রহণ করেছেন।
রাষ্ট্রীয় পরিচয়পত্র হচ্ছে যে কোন একটি দেশের রাষ্ট্র দূত বা মিনিস্টার পাঠানো বা ফিরে আসার সময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানের দেয়া আনুষ্ঠানিক পত্র। কূটনীতিবিদ রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদানের পর আনুষ্ঠাতনিকভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারেন।
|