v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-11 18:36:27    
পেইচিং পৌর সরকার নদীর পরিবেশ উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে

cri
     সম্প্রতি পেইচিং পানি বিষয়ক ব্যুরোর উপপ্রধান পি সিয়াও কান বলেছেন , ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস স্বাগত জানানোর জন্য গত কয়েক বছরে পেইচিং পৌর সরকার নদীর পরিবেশ উন্নত করার কাজ জোরদার করেছে , যাতে রাজধানীর উত্পাদন ও দৈনন্দিন পানির সরবরাহ নিশ্চিত হয় এবং সীমিত পানি সম্পদের সদব্যবহার হয় । তিনি বলেছেন , পরবর্তীকালে পেইচিং মহানগর নদীর বরাবর অঞ্চলের পরিবেশ আরো উন্নত করার ব্যবস্থা নেবে এবং দুষিত পানি প্রক্রিয়াকরণের সামর্থ্য বাড়ানোর প্রচেষ্টা চালাবে ।

    ছিং নদী হলো পেইচিং মহানগরের অন্যতম দুষিত পানি নিশ্কাশনের নদী । গত ২০ বছরে ছিং নদীতে দুষিত পানি নিশ্কাশনের পরিমান বাড়ার দরুন ছিং নদী একটি দুষিত নদী ও দুর্গন্ধের নদীতে পরিণত হয়েছে । ২০০১ সাল থেকে   পেইচিং পৌর সরকার এ নদীর পরিবেশ উন্নত করার ব্যবস্থা নিতে শুরু করেছে । ছয় বছরের প্রচেষ্টার পর এখন ছিং নদীর উজান অঞ্চলের পানি ধীরে ধীরে পরিষ্কার পরিছন্ন হচ্ছে । ছিং নদীর পাশে বসবাসকারী নাগরিক লি চিয়েন ছেন আমাদের সংবাদদাতাকে বলেছেন , এর আগে ছিং নদীর পানি ছিল ময়লা ও দুগর্ন্ধযুক্। নদীর পাশে বসবাসরত অধিবাসীরা তা সহ্য করতে পারতেন না । সরকার এ নদীর পরিবেশ উন্নত করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে । এখন নদীর পানি পরিষ্কার হয়েছে । পরিবেশও আগের চেয়ে অনেক ভালো হয়েছে । তাই আমি প্রায়ই পরিবারপরিজন নিয়ে নদী তীরে বেড়াতে আসি ।

    ছিং নদীর পরিবেশ উন্নত করা গত কয়েক বছরে পেইচিং পৌর সরকারের নদীর পরিবেশ উন্নত করার এক সুফল । পেইচিং মহানগরে পানির সরবরাহ পর্যাপ্ত নয় । ১৯৯৯ সাল থেকে একটানা আট বছর খরার দরুন পেইচিংয়ের পানি সরবরাহ আরো সংকটের সম্মুখীন হয়েছে । নদী ও হ্রদ পেইচিংয়ের পানি সম্পদের এক গুরুত্বপূর্ণ অংশ । সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে পেইচিং পানি বিষয়ক ব্যুরোর উপপ্রধান পি সিয়াও কান বলেছেন , গত কয়েক বছরে পেইচিং পৌর সরকার নদীর দুষণ কমান এবং নদী ও হ্রদের পানির গুনগতমান উন্নত করাকে পানির পরিবেশ উন্নত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করে লক্ষনীয় সুফল পেয়েছে । ২০০৬ সালে পেইচিংয়ের ৭০ শতাংশ দুষিত পানি প্রক্রিয়াকরণ করা হয়েছে । দুষিত পানির পরিমান দাড়িয়েছে ৯৬.২ কোটি কিউবিক মিটার। পি সিয়াও কান বলেছেন , আমরা দু শ'টিরও বেশি দুষিত পানির প্রবেশমুখ বন্ধ করে দিয়েছি এবং দুষিত পানিকে প্রক্রিয়াকরণ কারখানায় নেয়ার ব্যবস্থা নিয়েছি । এ ক্ষেত্রে আমরা বিদেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি । দুষিত পানি যাতে নদীতে প্রবেশ করতে না পারে এবং নদীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে , সেজন্য আমরা নদীর উপর দুষিত পানি বাধা দেয়ার বাঁধ নির্মান করেছি ।

    পি সিয়াও কান আরো বলেছেন , নদীর পরিবেশ উন্নত করার প্রক্রিয়ায় পেইচিং মহানগর নদীর পানির গুনগত মান উন্নত করার প্রতি বিশেষ নজর দিয়েছে । এ আগে নদীর পাড় ও বাঁধ সাধারণতঃ সিমেন্ট দিয়ে তৈরী করা হয় । পানির গুনগত মান উন্নত করার জন্য এখন পানীয় জলের উপযোগী নতুন ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে । এ ছাড়া নদী ও হ্রদগুলোতে উত্তর চীনের উপযোগী শামুক , মাছ ও চিংড়ি ইত্যাদি চাষ করার ব্যবস্থা করা হয়েছে ।

    পি সিয়াও কান আরো বলেছেন , ২০০৮ সালে ওলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । ওলিম্পিক গেমস চলাকালে নদী ও হ্রদের উন্নত পরিবেশ বজায় রাখার জন্য পেইচিং সরকার আরো বেশি ব্যবস্থা নেবে । এ জন্য পেইচিংয়ের উপকন্ঠের পল্লী অঞ্চলের দুষিত পানি প্রক্রিয়াকরণের সামর্থ্য বাড়ানো প্রয়োজন । তাই পেইচিংয়ের উপকন্ঠের বেশ কয়েকটি দুষিত পানি প্রক্রিয়াকরণ স্থাপনা প্রতিষ্ঠিত হবে , যাতে উপকন্ঠেরদুষিত পানির প্রক্রিয়াকরণের সামর্থ্য আরো ১০ শতাংশ উন্নত হয় ।

    জানা গেছে , উপকন্ঠের কৃষকদের পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য পরবর্তীকালে পেইচিং পৌর সরকার প্রতি বছর ৩০ থেকে ৪০ কোটি ইউয়ান বরাদ্দ করবে ।