সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তির জাতীয় সম্মেলন সূত্র থেকে জানা গেছে , অতীতে সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চীন সরকারের বরাদ্দের যে আপেক্ষিক ঘাটতি ছিল , ভবিষ্যতে তার পরিবর্তন করা হবে । অতীতে সামাজিক উন্নয়ন ক্ষেত্রে ও শিল্প ক্ষেত্রে সরকারের বরাদ্দ আলাদা আলাদভাবে ৩০ শতাংশ ও ৭০ শতাংশ ছিল । পরে এ দুটোরই অনুপাত ৫০ শতাংশ থাকবে ।
সম্মেলনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ ইয়ান হুয়া বলেছেন , ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনার সময়পর্বে সরকার প্রধানত ৫টি ক্ষেত্রে কাজ জোরদার করবে । এ কাজগুলো হলো : চীনের টেকসই উন্নয়নের সম্মুখীণ জ্বালানীর ঘাটতির সমস্যা সমাধানের লক্ষ্যে প্রযুক্তিগত সমর্থন যোগানো , পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন জোরদার করা , পরিবার পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ রোগের নিবারণ ও নিরাময়ের কাজ জোরদার করা , জীব বিদ্যা , সংস্কৃতি, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো এবং গণ নিরাপত্তা , কৌশল ও নীতির গবেষণা প্রসারিত করা ।
|