চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস গোষ্ঠী সম্প্রতি ঘোষণা করেছে , চীনের প্রথম কিস্তির কৌশলগত তেল মজুদ ঘাঁটির অন্যতম প্রকল্প হিসেবে চে চিয়াং প্রদেশের চৌ শান তেল মজুদ ঘাঁটির ৬টি ১ লাখ কিউবিক মিটারের তেলের আধার নির্মাণের কাজ শেষ হয়েছে ।
জানা গেছে , ২০০৩ সাল থেকে চীন চেন হাই , চৌ শান , হোয়াং তাও ও তা লিয়ান - ৪টি উপকূলীয় এলাকায় প্রথম কিস্তির তেল মজুদ ঘাঁটি নির্মাণের কাজ শুরু করে । মজুদ ক্ষমতা ১ কোটি ৪০ লাখ টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে । এখন পর্যন্ত চেন হাই , চৌ শান ও হুয়াং তাও ঘাঁটি নির্মাণের কাজ মোটামুটিই শেষ হয়েছে ।
গত কয়েক বছরে আন্তর্জাতিক তেলের মূল্যের বিরাট আকারের উঠানামা এবং নিরন্তর বৃদ্ধি চীনের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের উপর বহুমুখী প্রভাব ফেলেছে । চীন ধাপে ধাপে তেলের মজুদ ব্যবস্থা উন্নত করবে এবং জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে ।
|