সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১০ মে ১৯৯১ সালে মাদ্রিদের মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনে গৃহত ভূমির বিনিময় শান্তি' নীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব অনুসারে মধ্য-প্রাচ্য এলাকার সার্বিক ও ন্যায্য শান্তি বাস্তবায়ন করার কথা আবার জোর দিয়ে বলেছেন।
এ দিন সংসদে ভাষণ দেয়ার সময় তিনি মধ্য-প্রাচ্য সমস্যায় সিরিয়া সরকারের অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি না হওয়ার কারণ হচ্ছে ইসরাইলের সদিচ্ছার অভাব।
এর পাশাপাশি সিরিয়া ও ইসরাইল গোপন ও প্রকাশ্য যোগাযোগ করছে বলে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, সিরিয়া-ইসরাইল শান্তি বৈঠক পুনরুদ্ধার করার জন্য সিরিয়া কোনো পূর্বশর্ত দেয় নি। কিন্তু শান্তি বৈঠকে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুসরণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইল দখলকৃত গোলান মালভূমি সিরিয়া নিশ্চয়ই পুনরায় দখল করবে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনী জনগণের ওপর ইসরাইল যে অবরোধ আরোপ করেছে তা অবিলম্বে তুলে নেয়ার আহ্বান এবং আরব দেশগুলোর প্রতি ফিলিস্তিনের যৌথ সরকারকে সরাসরি সাহায্য করার দাবি জানান।
|