মিশর সফররত ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী ত্রিপি লিভনি ১০ মে কায়রোয় বলেছেন, আরব লীগ ফিলিস্তিন এবং ইস্রাইলের শান্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
লিভনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবুল গেইট, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল ইল্লাহাল খাতিবের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন। তিনি বলেন, আরব লীগের সদস্য দেশগুলো মিলিতভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার সমর্থন করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। তাই মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক ফিলিস্তিন ও ইস্রাইল, তথা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির প্রথম পদক্ষেপ বাস্তবায়নে সহায়ক।
বৈঠকের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী গেইট বলেছেন, ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্য সমস্যার অন্যান্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ইস্রাইলের সঙ্গে সরাসরি আলোচনা করবে। আরব লীগের কর্তব্য হচ্ছে সরাসরি শান্তি আলোচনার জন্যে ভিত্তি যোগানো।
|