v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-11 10:44:36    
চাওয়া পাওয়া ( ৪ মার্চ )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। এখন সবাই মিলে একসঙ্গে সুন্দর সুন্দর গানগুলো শুনবো।

    বাংলাদেশের ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের অর্থ সম্পাদক অনিসিম চিরিং রিছিল আমাদের অনুষ্ঠানে ব্রিটনী স্পিয়াস-এর গাওয়া বেবী ওয়ান মোর টাইম গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি এই ইংরেজী গানটা শোনাচ্ছি।

    বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদী মোল্যাবাড়ি গ্রামের ইন্ডিপেনডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের সাদিয়া সুলতানা আমাদের অনুষ্ঠানে শিল্পী শ্রীকান্তের গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হচ্ছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ তোমাকে দিলাম, শ্রাবণ সন্ধ্যাটুকু শুধু তোমার কাছে চেয়ে নিলাম। আচ্ছা, তাহলে চলুন, সবাই একসঙ্গে এই গানটি শুনি।

    বাংলাদেশের বাগেরহার্ট জেলার সি আর আই লিসনার্স ক্লাবের তুশার রায় রনি আমাদের অনুষ্ঠানে হেমন্ত মুখপাধ্যায়ের কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আপনার অনুরোধ পূরণ করছি। "মুছে যাওয়া দিনগুলি" গানটি উপহার দিচ্ছি।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের এ.এইচ.এম. গোলাম রসুল আমাদের অনুষ্ঠানে সুবির নন্দীর গাওয়া "মনের খাতায় লিখেছি, লিখেছি তোমার নাম তবুও আজ আমি তোমায় হারালাম" গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখিত, প্রিয় বন্ধু, এই গানটি আমার হাতে নেই। তাই সুবির নন্দীর গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "দিন যায় কথা থাকে"।

    বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বেতার বন্ধু সংসদের মো: ইব্রাহিম খলিল উল্লাহ, মো: মনির হোসেন, সিয়াম ও শ্রাবণী আমাদের অনুষ্ঠানে বেবী নাজনীনের গাওয়া দু'চোখে ঘুম আসেনা গানটি শুনেত চেয়েছেন। আসুন, শ্রোতাবন্ধুরা, সবাই একসঙ্গে গানটি শুনবো।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। চিঠির খামে দয়া করে চাওয়া পাওয়া উল্লেখ করবেন। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।