|
|
 |
| (GMT+08:00)
2007-05-11 10:02:10
|
|
আজারকাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
cri
|
 ইলহাম আলিয়েভ ১৯৬১ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আজারবাইজানের সাবেক প্রেসিডেন্ট হাইডার আলিয়েভ। ইলহাম আলিয়েভ ১৯৮৫ সালে মস্কো আন্তর্জাতিক সম্পর্ক একাডেমি থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর এ একাডেমিতে প্রশিক্ষণ দেন। তিনি রুশ, ইংরেজি, ফ্রেন্চ ও তুর্কিশ ভাষা জানেন। ১৯৯৪ সাল থেকে তিনি পৃথক পৃথকভাবে আরব দেশগুলো তেল কোম্পানির উপপরিচালক, প্রথম উপপরিচালক ও জাতীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে তিনি আজারবাইজানের ক্ষমতাসীন পার্টি নয়া আজারবাইজানির প্রথম ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ ও ২০০০ সালে তিনি দু'বার আজারবাইজানের সংসদের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি নয়া আজারবাইজানের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
 ২০০৩ সালের ৪ আগস্ট তিনি আজারবাইজানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অক্টোবর মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। মেয়াদ পাঁচ বছর।

২০০৫ সালের মার্চ মাসে তিনি চীন সফর করেন।
|
|
|