 মিখাইল সাকাশভিলি ১৯৬৭ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কিয়েভ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগ থেকে স্নাতক। তিনি ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন।

১৯৯৫ সালে তিনি জর্জিয়ার সংসদ সদস্য ও সংসদের আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি জর্জিয়ার 'নাগরিক জোট' নামক পার্টির সংসদীয় দলের চেয়ারম্যান হন। ২০০০ সালে তিনি জর্জিয়ার আইন মন্ত্রী হন। ২০০১ সালে তিনি ন্যাশনাল মুভমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরে তিনি টিবলিসি শহরের সংসদের চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করনে। ২০০৪ সালের ৪ জানুয়ারী তিনি জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০৬ সালের এপ্রিল মাসে তিনি চীন সফর করেন।
সাকাশভিলি রুশ, ইংরেজি ও ফ্রেন্চ ভাষা পড়তে পারেন। তাঁর এক ছেলে রয়েছে।
|