|
 |
(GMT+08:00)
2007-05-10 19:40:59
|
মাঝারি-ছোট শিল্প-প্রতিষ্ঠান চীনের শিল্প-প্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯৯ শতাংশেরও বেশী
cri
চীনের শিনসুয়া বার্তা সংস্থার একটি সূত্রে জানা গেছে, বতর্মানে মাঝারি-ছোট শিল্প-প্রতিষ্ঠান চীনের শিল্প-প্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯৯ শতাংশেরও বেশী দাঁড়িয়ে চীনের জি ডি পির ৬০ শতাংশেরও বেশী শেয়ার সৃষ্টি করেছে। ১০ মে চীনের পূর্বাঞ্চলীয় শহর ---হানযৌতে চীনের শ্রমিক ও বাণিজ্য ব্যাংক এবং হংকং বাণিজ্য উন্নয়ন ব্যুর্রোর উদ্যোগে আয়োজিত মাঝারি-ছোট শিল্প-প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা সংক্রান্ত ফোরামে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মাঝারি-ছোট শিল্প-প্রতিষ্ঠান ব্যুর্রোর পরীক্ষক ছোদি বলেছেন, চীনের মাঝারি-ছোট শিল্প-প্রতিষ্ঠান ৬০ শতাংশের আমদানি-রফতানি মোটমূল্য সৃষ্টি করেছে এবং ৭৫ শতাংশের শহরাঞ্চলের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে।
|
|
|