বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১০ মে মন্ত্রীসভার প্রতি তাঁর শীঘ্রই প্রধানমন্ত্রী ও লেবার পার্টির পদ ত্যাগ করার পরিকল্পনা অবহিত করেছেন।
কিন্তু বৃটিশ মন্ত্রীসভা ব্লেয়ারের পদ ত্যাগ করার নির্দিষ্ট সময়সূচী সম্পর্কে কিছু বলেনি।
বৃটেনের প্রধানমন্ত্রী ভবনের মুখপাত্র ৯ মে বলেছে, ব্লেয়ার তাঁর পদ ত্যাগ করার পরিকল্পনা ঘোষণার পরও লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। অনুমান করা হচ্ছে যে, লেবার পার্টির নির্বাচনের ধরণ সাত সপ্তাহব্যাপী স্থায়ী থাকবে। গর্ডন ব্রাউন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তিনি হচ্ছেন অর্থমন্ত্রী।
ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টি ধারাবাহিক তিন বার সাধারণ নির্বাচনে বিজয়ী হয়। কিন্তু ইরাক যুদ্ধ ও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে ব্লেয়ার এবং তাঁর লেবার পার্টির সমর্থনের হার বিশালভাবে হ্রাস পায়। তিনি পার্টির অভ্যন্তরীণ এবং বহিঃ চাপে পদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
|