১০ মে পিপস ডেউলি পত্রিকার বৈদেশিক সংখ্যার সূত্রে জানা গেছে, সম্প্রতি 'চীনের দারিদ্র-বিমোচন তহবিল সম্পর্কিত জরুরী ত্রাণ ও সহায়তা সংঘ" আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই সংঘে ৬৪টি শিল্প-প্রতিষ্ঠান, বৃত্তিপ্রদান সোসাইটি, তথ্য মাধ্যম এবং বিভিন্ন স্থানের দারিদ্র-বিমোচন কার্যালয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাঅন্তর্ভূক্ত। এই সংঘের উদ্যোক্তা হল চীনের দারিদ্র বিমোচন তহবিল সংস্থা। চীনের দারিদ্র বিমোচন তহবিল সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার ১৮ বছরে প্রায় ২০০ কোটি ইউয়ান রেন মিন পির নগদ ও সামগ্রী সংগ্রহ করা হয়েছে। প্রায় ৪০ লাখ গরীব লোক এতে উপকৃত হয়েছে।
এই তহবিল সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, এই সংঘ সমাজের শক্তিকে ব্যাপকভাবে ঐকবেদ্ধ করবে। যদি দুর্যোগ ঘটে তাহলে সঙ্গে সঙ্গে দুর্গত এলাকার জনসাধারণকে ত্রাণ যোগানো হবে।
|