v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-10 18:37:54    
চীন উত্পাদনের গুরুতর  দুর্ঘটনার দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেয়ার ব্যবস্থা নেবে

cri
    ১০ মে চীন সরকার পাঁচটি গুরুতর উত্পাদন দুর্ঘটনার তদন্ত রির্পোট প্রকাশ করেছে । এ পাঁচটি গুরুতর উত্পাদন দুর্ঘটনায় মোট শতাধিক দায়ী ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে । তাদের মধ্যে ৫০জনের বেশি লোককে আইন সংস্থায় পাঠানো হয়েছে । চীনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , চীন সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরশাস্তি দেয়া এবং উত্পাদনের দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা নেবে ।

    এ পাঁচটি মারাত্মক দুর্ঘটনা গত এক বছরে ঘটেছে । এতে মোট দু শ'জন প্রান হারিয়েছে । পাঁচটি দুর্ঘটনার মধ্যে চারটিই কয়লা খনির গ্যাস বিস্ফোরণের ঘটনা । ১০ মে পেইচিংয়ে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর প্রধান লি ই চুন বলেছেন , এ পাঁচটি গুরুতর উত্পাদন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট থেকে জানা গেছে , কিছু শিল্পপ্রতিষ্ঠানে নিরাপদ উত্পাদন ক্ষেত্রে সমস্যা বেশি । এতে প্রমাণিত হয়েছে সরকারের প্রনীত নিরাপদ উত্পাদন সংক্রান্ত নীতি ও ব্যবস্থা কিছু শিল্পপ্রতিষ্ঠানে কার্যকর করা হয় নি । তিনি বলেছেন , কিছু শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন উপেক্ষা করে নিরাপত্তা সংক্রান্ত নিয়মবিধি লংঘন করে কয়লা উত্পাদন শুরু করেছে । পাঁচটি দুর্ঘটনার মধ্যে তিনটিই বেআইনী উত্পাদন । এ সম্পর্কেআরেকটি সমস্যা হলো কিছু শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে , উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা কম ।

    জানা গেছে , সংশ্লিষ্ট বিভাগ এ পাঁচটি দুর্ঘটনা তদন্তের সময় জানতে পেরেছে কিছু কয়লা খনির বেআইনী উত্পাদনের পিছনে দুর্নীতিপরায়ন সরকারী কর্মকর্তাদের হাত ছিল । কিছু সরকারী সংস্থার কর্মকর্তার সমর্থন ও সাহায্যেই কিছু কয়লা খনির মালিক বেআইনীভাবে কয়লা উত্পাদন শুরু করেছে । চীনের অভিশংসক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন ছান চি বলেছেন , দুর্ঘটনা তদন্তের সময় বিভিন্ন স্তরের অভিশংসক বিভাগ দুর্ঘটনার দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া ছাড়া দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনার খবর গোপনে রেখে সংশ্লিষ্ট বিভাগকে সময়মতো খবর না দেয়া , দায়ী ব্যক্তিদের ঘুষ নেয়ার ব্যাপারও তদন্ত চালিয়েছে । যেমন গত বছরের ডিসেম্বর মাসে হোপেই প্রদেশের থান সান শহরের খাই পিন অঞ্চলের হেন ইউয়ান লিমিটেড কোম্পানির কয়লা খনির গ্যাস বিস্ফোরণের ঘটনার পর আমরা এ খনির দায়িত্বশীল ব্যক্তির কয়লা খনির শেয়ার কেনার ব্যাপার নিয়ে তদন্ত করেছি । ফলে আইন অনুসারে তিনজন দায়িত্বশীল ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে । চারজন প্রধান দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি ।

    চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম চার মাসে বিভিন্ন ধরনের উত্পাদন দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা গত বছরের অনুরুপ সময়ের চেয়ে ৪.৩ শতাংশ কমেছে । তবে বর্তমানে উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার পরিস্থিতি এখনও কঠোর । গুরুতর দুর্ঘটনার সংখ্যা কার্যকরভাবে নিয়ন্ত্রনে আনা হয় নি । এ ব্যুরোর প্রধান লি ই চুন বলেছেন , এ বছরের জুন মাস থেকে উত্পাদনের নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনা ও তদন্ত সংক্রান্ত নিয়মবিধি কার্যকরী শুরু হবে । এ নিয়মবিধিতে দুর্ঘটনার রির্পোট দেয়া , তদন্ত ও শাস্তি দেয়াসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে ।

    তিনি আরো বলেছেন , দুর্ঘটনার পিছনের দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেছেন , দুর্ঘটনার পিছনের দুর্নীতি , দায়িত্ব অবহেলা , ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আরো গুরুতর আঘাত হানা হবে । এ ছাড়া দুর্ঘটনা তদন্ত বিভাগ , গণ নিরাপত্তা বিভাগ ও আইন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করতে হবে । তিনটি বিভাগের মধ্যে মতবিনিময় জোরদার করা হবে এবং আইন সংস্থার রায় নাগরিকদের মধ্যে প্রচার করতে হবে । দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া ছাড়া উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থাও নিতে হবে ।