চীনের বিখ্যাত পেইচিং বিশ্ববিদ্যালয়ের চীনা অর্থনীতি গবেষণা কেন্দ্রের পরিচালক লিন ই ফু সম্প্রতি বলেছেন , চীনের মুদ্রা রেনমিনপির বিনিময় হারের সংস্কার ও উঠানামা এখনো স্বক্রিয়তা , নিয়ন্ত্রণ ও ক্রমবিকাশের কাঠামোতে চলছে । স্থিতিশীল বিনিময় হারের সংস্কার চালানো এখনো চীনের কেন্দ্রীয় ব্যাংকের একটি অবিচল লক্ষ্য ।
তিনি মনে করেন যে , অদূর ভবিষ্যতে মার্কিন ডলারের বিনিময়ে রেন মিন পির বিনিময় হার প্রতি বছর কেবল ৩ শতাংশ করে বাড়তে থাকবে । নইলে সেটা চীনের অর্থনীতির সহনশীলতা ছাড়িয়ে যাবে ।
গত মংগলবার চীনা বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের তথ্য থেকে জানা গেছে , মার্কিন ডলারের বিনিময়ে রেনমিনপির মূল্য ৭.৭ ছাড়িয়ে গেছে । ২০০৫ সালের ২১ জুলাইয়ের পর এ পর্যন্ত মার্কিন ডলারের বিনিময়ে রেনমিনপির মূল্য বৃদ্ধির হার ৫.৪ শতাংশের কাছাকাছি হয়েছে ।
|