v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-10 12:42:04    
সার্কের পরবর্তীকালের সম্মেলন--১

cri

    সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। ভুটান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা দক্ষিণ এশিয়ার এই ৭টি দেশের শীর্ষ নেতারা 'সার্ক সনদে' স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে সার্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

    সার্কের দ্বিতীয় শীর্ষ সম্মেলন ১৯৮৬ সালের নভেম্বর মাসে ভারতের বাঙ্গালোরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'বাঙ্গালোর ঘোষণা' গৃহীত হয় এবং পর্যটন, মুদ্রা বিনিময় ও জ্ঞান-বিজ্ঞান বিদ্যাগত বিনিময়সহ বিভিন্ন বিষয় উন্নয়ন সংক্রান্ত সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

    সার্কের তৃতীয় শীর্ষ সম্মেলন ১৯৮৭ সালের নভেম্বর মাসে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'কাঠমুন্ডু ঘোষণা' গৃহীত হয়।

    সার্কের চতুর্থ শীর্ষ সম্মেলন ১৯৮৮ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রকাশিত 'ইসলামাবাদ ঘোষণা' ও যৌথ ইস্তাহারে বিভিন্ন সদস্যদেশের প্রতি জাতিসংঘ সংবিধানের নীতি ও জোট নিরপেক্ষ নীতি মেনে চলার দাবি জানানো, ভুভাগীয় অখন্ডতা, স্বাধীন সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো, সশস্ত্র ব্যবস্থা গ্রহণ না করা ও অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ না করা এবং এক সঙ্গে দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষর ও কর্মচ্যুতিসহ বিভিন্ন সমস্যা দূর করার কথা বলা হয়।

    সার্কের পঞ্চম শীর্ষ সম্মেলন ১৯৯০ সালের নভেম্বর মাসে মালদ্বীপের রাজধানী মালেয় অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'মালে ঘোষণা' গৃহীত হয়।

    সার্কের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ১৯৯১ সালের ডিসেম্বর মাসে শ্রীলংকার রাজধানী কলোম্বোয় অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'কলোম্বো ঘোষণা' গৃহীত হয় এবং আঞ্চলিক দারিদ্র্য দূরীকরণ কমিটি ও উন্নয়ন তহবিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়।

    সার্কের সপ্তম শীর্ষ সম্মেলন ১৯৯৩ সালের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'ঢাকা ঘোষণা' গৃহীত হয়।

    সার্কের অস্টম শীর্ষ সম্মেলন ১৯৯৫ সালের মে মাসে ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে 'দিল্লী ঘোষণা' গৃহীত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই অঞ্চলের সম্মুখীন রাজনীতি ও অর্থনীতি উন্নয়নের পরিস্থিতি মোকাবেলা করা, দারিদ্র্য দূর করা, সন্ত্রাসদমন, আঞ্চলিক বাণিজ্য ত্বরান্বিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে একমত হয় এবং সুনির্দিষ্ট ব্যবস্থা তৈরী করেন।

    সার্কের নবম শীর্ষ সম্মেলন ১৯৯৭ সালের মে মাসে মালে অনুষ্ঠিত হয়। ৭টি দেশের শীর্ষ নেতারা বিভিন্ন সদস্যদেশগুলোর মধ্যে অনানুষ্ঠানিক সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা বিষয় নিয়ে একমত হয়। সম্মেলনে 'মালে ঘোষণা' গৃহীত হয়। এবং ২০০১ সাল পর্যন্ত দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়।

    সার্কের দশম শীর্ষ সম্মেলন ১৯৯৮ সালের জুলাই মাসে কলোম্বোয় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আঞ্চলিক আর্থ-বাণিজ্যিক ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দ্রুততর করা, বিশেষ করে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা, সন্ত্রাসদমন, মাদকদ্রব্যের চোরাচালান বিরোধীতা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে 'কলোম্বো ঘোষণা' গৃহীত হয়।