চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাং ৯ মে পেইচিংয়ে বলেছেন , চীন বুনিয়াদী গবেষণা , অগ্রবর্তী প্রযুক্তির গবেষণা এবং নতুন ও হাইটেক প্রযুক্তির শিল্পায়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাপক পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করবে ।
চীনের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার- ২০০৬ প্রদান অনুষ্ঠানে ওয়ান কাং এ কথা বলেছেন । তিনি আরো বলেন , চীন জ্বালানীর ব্যবহার , জীবন ও স্বাস্থ্য রক্ষা এবং আবহাওয়া ও পরিবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালাবে ।
|