কখনও দেখেছি তোমায়
আমার অন্তরে
কখনও দেখেছি মনের বাগিচায়
কখনও বা দেখেছি আকাশে বাতাসে।
কখনও দেখেছি তোমায়
আমার মনের আঙ্গিঁনায়
কখনও বা দেখেছি তোমায়
সবুজ শ্যামলের কাঠে।
কখনও দেখেছি তোমাই
প্রতিটি শ্রোতার অন্তরাকাশে।
সেতো আর কেউ নয়
সে হল আমার সি আর আই সদা নির্ভয়।
---বাংলাদেশের লালমনির হাট জেলার মো: মুরাদ চৌধুরী।
|