৮ মে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান আলফা ওমার কোনারে এক বিবৃতির মাধ্যমে কঙ্গোর রোদোলফআদাদাকে দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বিশেষ প্রতিনিধি নিযুক্ত করেছেন। তিনি দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর শান্তি রক্ষী অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন।
বর্তমানে আদাদার বয়স ৬১ বছর। তিনি ১৯৯৭ সালের পর থেকে কঙ্গোর কূটনীতি, সহযোগিতা এবং ফরাসী দেশসমূহ-বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন।
গত বছরের নভেম্বর মাসে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং সুদান সরকার ত্রি-পক্ষীয় চুক্তিতে পৌঁছে এবং পর্যায়ক্রমে দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তি রক্ষী বাহিনীর বন্টন শেষ করে। ত্রি-পক্ষীয় চুক্তি অনুযায়ী আফ্রিকান ব্যক্তিদেরকে এই যৌথ শান্তিরক্ষী বাহিনীর সেনাপতি, দারফুরের বিশেষ প্রতিনিধি ও উপ-প্রতিনিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রাখতে হবে।
|