মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকর্ম্যাক৮ মে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়া ম্যাকাওয়ের ব্যানকো ডেলটা এশিয়ায় আটক করা আর্থিক সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে। তাই যুক্তরাষ্ট্র এই জটিল সমস্যা সমাধানের জন্যে উত্তর কোরিয়াকে আরো সময় দিতে ইচ্ছুক।
ম্যাকর্ম্যাক বলেছেন, এই সমস্যার সমাধান কঠিন। তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর কোরীয় সরকার বারবার যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠকে নির্ধারিত "১৩ ফেব্রুয়ারীর" অভিন্ন দলিলপত্র মেনে চলবে।
উত্তর কোরিয়া বরাবরই বলেছে, ম্যাকাওয়ের ব্যানকো ডেলটা এশিয়ায় আটক করা প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পুঁজি না পেলে তারা "১৩ ফেব্রুয়ারীর"অভিন্ন দলিলপত্র কার্যকরী করবে না এবং ইয়ংবিয়ং-এর পরমাণু স্থাপনা বন্ধ করবে না।
|