চীনের কৃষিমন্ত্রণালয়ের জাতীয় কৃষি প্রযুক্তি ত্বরান্বিত পরিসেবা কেন্দ্র আয়োজিত 'বাংলাদেশ কৃষি ও জীবানু প্রযুক্তি গবেশণামূলক কোর্স' ৯ মে পেইচিংয়ে শুরু হয়েছে। বাংলাদেশের ৩০জন কৃষি কর্মকর্তা এবারের কোর্সে অংশ নিয়েছেন।
জানা গেছে, চীনের বাণিজ্যমন্ত্রণালয় ও কৃষিমন্ত্রণালয়ের উদ্যোগে, কৃষি ক্ষেত্রে চীন-বাংলাদেশ যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা, বাংলাদেশে কৃষি উত্পাদন উন্নয়ন করা এবং খাদ্যশস্যের নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য এবারের গবেষণা কোর্স আয়োজন করা হয়েছে।
এবারের গবেষণা কোর্স ২০ দিনব্যাপী। চীনের কৃষিমন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা বাংলাদেশের কর্মকর্তাদের চীনের কৃষির সংস্কার ও উন্নয়ন, কৃষি জীবানু প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক এবং কৃষি প্রযুক্তি ত্বরান্বিতসহ বিভিন্ন ক্ষেত্রের অবস্থান ব্যাখ্যা করবেন। কর্মকর্তারা চীনের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও ত্বরান্বিত বিভাগ, জাতীয় গুরুত্বপুর্ণ পরীক্ষাগার, কৃষি পরীক্ষা ঘাঁটি ও কৃষি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
|