v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-09 18:48:18    
চীন পেশাগত রোগ প্রতিরোধ ও তত্ত্বাবধানের কাজ জোরদার করছে(ছবি)

cri
    চীনে পেশাগত রোগ ও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এই পরিস্থিতির মোকাবেলার জন্য সম্প্রতি চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , পরবর্তীকালে পেশাগত রোগ প্রতিরোধসংক্রান্ত আইনবিধি আরো পরিপূর্ণ, পেশাগত রোগ তত্ত্বাবধান , চিকিত্সা ব্যবস্থা এবং শ্রমিকদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর উপর তত্ত্বাবধান আরো জোরদার করতে হবে ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৬ সালের শেষ নাগাদ চীনে মোট ৬ লাখ ৭০ হাজার পেশাগত রোগে আক্রান্ত রোগী আছে। কয়লা , ধাতু- ধালাই ও রসায়ন শিল্পের মতো ঐতিহ্যিক শিল্প আর মোটরগাড়ী তৈরী , ওষুধ ও কম্পিউটার ইত্যাদি নতুন শিল্পের কারখানাগুলোতেও পেশাগত রোগ আবিষ্কৃত হয়েছে । কয়লা , ধাতু- ঢালাই ও বাস্তু উপকরণ শিল্পে পেশাগত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী ।

    গত বছর চীনে মোট ১১ হাজার পেশাগত রোগী চিহ্নিত করা হয়েছে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যগত তত্ত্বাবধান ব্যুরোর উপপ্রধান সু চি বলেছেন , বর্তমানে চীনে পেশাগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এর একটি প্রধান কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে শহরে কর্মরত গ্রামীন শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়ছে । এখন গ্রামীন শ্রমিকের সংখ্যা দশ কোটির বেশি হয়েছে । তারা শরীরের উপর পেশাগত ব্যাধির ক্ষতি সম্পর্কেকম জানেন । তাদের মধ্যে বেশির ভাগ লোক মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কাজ করেন , সেই সব শিল্পপ্রতিষ্ঠানে পেশাগত রোগীর সংখ্যা বেশি । তিনি বলেছেন , শহরে কর্মরত গ্রামীন শ্রমিকরা স্থায়ীভাবে ছোট কারখানায় কাজ করেন না বলে তাদের মধ্যে পেশাগত রোগীর সংখ্যা পরিসংখ্যান সহজ ব্যাপার নয় এবং পেশাগত রোগের সৃষ্ট ক্ষয়ক্ষতি অনুমান করাও কঠিন । চীনের কিছু অঞ্চলে কোনো কোনো গ্রামীন শ্রমিক পেশাগত ব্যাধি চিকিত্সার জন্য অনেক খরচ করেছেন , ফলে তাদের জীবন আরো কষ্টকর হচ্ছে । কাজেই পেশাগত ব্যাধি ইতোমধ্যে সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার এক বড় সমস্যা হয়ে দাড়িয়েছে ।

    চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন কেন্দ্রের বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী , পরবর্তী কয়েক বছরে চীনে পেশাগত রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে । শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য চীনের স্বাস্থ্য বিভাগ পেশাগত রোগ কমানো এবং চিকিত্সার অনেক ব্যবস্থা নেবে ।

    ২০০২ সালে চীন সরকার আনুষ্ঠানিকভাবে পেশাগত রোগ প্রতিরোধ ও চিকিত্সা সংক্রান্ত একটি আইন প্রকাশ করেছে । এ বছর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় পেশাগত ব্যাধি তত্ত্বাবধান সংক্রান্ত নিয়মবিধি সংশোধন করবে এবং চীনের পেশাগত রোগের নতুন তালিকা প্রনয়ন করবে। অন্য দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়পেশাগত রোগ প্রতিরোধ ক্ষেত্রে তত্ত্বাবধান আরো জোরদার করবে । স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণ স্বাস্থ্য তত্তাবধান ব্যুরোর উপপ্রধান সু চি বলেছেন , গত বছর স্বাস্থ্য বিভাগ মোট ৬০ হাজার শিল্পপ্রতিষ্ঠানে পেশাগত রোগ সংক্রান্তততদন্ত করেছে । ৬০ হাজার শিল্পপ্রতিষ্ঠানের চার ভাগের এক ভাগ পেশাগত রোগ সংক্রান্ত নিয়মবিধি লংঘন করেছে । স্বাস্থ্য বিভাগ এ সব শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করার নির্দেশ দিয়েছে । তিনি আরো বলেছেন , এ বছর প্রধানতঃ কয়লা খনি , ওধুষ তৈরী , কিটনাশক ওষুধ তৈরী কারখানাগুলোতে তত্ত্বাবধানের কাজ চালানো হবে । শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার অধিকার রক্ষার জন্য যে সব শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তি পেশাগত রোগ প্রতিরোধ আইন লংঘন করেছে , তাদেরকে আইন অনুসারে শাস্তি দেয়া হবে । এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় সমগ্র চীনে পেশাগত রোগ তত্ত্বাবধান সংক্রান্ত ওয়েবসাইটের তথ্যগুলো আরো পরিপূর্ণ করবে , বিভিন্ন স্তরে আরো বেশি পেশাগত রোগ প্রতিরোধ কর্মী প্রশিক্ষণ দেবে এবং প্রাথমিক স্তরের পেশাগত রোগ প্রতিরোধ ও চিকিত্সা কাজ আরো জোরদার করবে ।