চীনের রাজধানী পেইচিং এ বছর পেশাগত কাঠামোর পুনর্গঠন , জ্বালানীর সাশ্রয়ভিত্তিক প্রকল্প নির্মাণ এবং জ্বালানী সাশ্রয়ের নতুন প্রযুক্তি ও পণ্য জনপ্রিয় করে তোলাসহ নানা ব্যবস্থা নিয়ে মাথাপিছু জি ডি পির জ্বালানীর ক্ষয় গত বছরের চেয়ে ৫ শতাংশ এবং কার্বন-ডাই - অক্সাইডের নির্গমণ ১০ শতাংশ কমিয়ে আনবে ।
পেইচিং পৌর উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা চাং ইয়ান ইউ ৯ মে পেইচিংয়ে বলেছেন , পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী সাশ্রয়ের কাজ জোরদার করার জন্যে পেইচিং অর্থনীতি প্রবৃদ্ধির পদ্ধতির পরিবর্তন করবে এবং প্রযুক্তিগত অগ্রগতি দ্রুততর করবে ।
২০০৬ সালে পেইচিংয়ে ১০ হাজার ইউয়ান জি ডি পির জ্বালানীর ক্ষয় ২০০৫ সালের চেয়ে ৪ শতাংশ কমেছে এবং দুষিত পানি শোধন ও আবর্জনা শোধনের ক্ষমতা আরো বেড়েছে ।
|