 সম্প্রতি চীনের জাতীয় তথ্য আর প্রকাশনা সংস্থার উপ-প্রধান লি তোংতোং সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীনের ম্যাগাজিন শিল্পের উন্নয়ন দ্রুত হচ্ছে। ২০০৭ সালের এপ্রিল মাসের শেষ দিক পর্যন্ত, চীনের ম্যাগাজিনের মোট ধরণ ৯ হাজার ৪৬৮তে দাঁড়িয়েছে।
১৯৭০ সালে চীনের শুধু ২১ ধরনের ম্যাগাজিন ছিল। এখন চীনের ম্যাগাজিন শিল্পের সংখ্যা আগের চেয়ে অনেক বেশী হয়েছে।

লি তোংতোং বলেছেন, একটি সাংস্কৃতিক শিল্প হিসেবে, ম্যাগাজিন শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। বর্তমানে ম্যাগাজিন শিল্প এক বছরে ১৭ বিলিয়েন ইউয়ানেরও বেশী সাংস্কৃতিক পণ্য শিল্পের আকার ধারন হয়েছে।
তিনি বলেছেন, বর্তমানে চীনের ম্যাগাজিন প্রকাশনা সংস্থার সহযোগিতায় চীন আধুনিক ও সভ্য সুদক্ষ সংস্কৃতি বিশ্বের বিভিন্ন এলাকায় প্রচার করছে। এ পর্যন্ত, তথ্য আর প্রকাশনা সংস্থা ও সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনে দেশী-বিদেশী ম্যাগাজিনের সহযোগিতামূলক প্রকল্প ৫২টি হয়েছে।
|