১৯৯৯ সালের ১ অক্টোবর চীনের জাতীয় দিবস থেকে চলতি বছরের ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পর্যন্ত, চীনা জনগণ ২০টি সাতদিনের ছুটি কাটিয়েছে। জাতীয় ছুটিকালীন পর্যটন অফিসের ৮ মে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০টি সাতদিনের ছুটির মধ্যে মোট ১.৮১ বিলিয়ন পর্যটক ভ্রমণে এসেছেন এবং পর্যটন শিল্প থেকে পাওয়া আয় ৭৪৪ বিলিয়ন ইউয়ান রেনমিনবিতে দাঁড়িয়েছে।
১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর চীন সরকার চীনা জনগণের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে প্রতি বছরের বসন্ত উত্সব, ১ মে এবং ১ অক্টোবর ৩টি একটানা ছুটি গঠিত হয়েছে। এগুলোকে 'সুবর্ণ সপ্তাহ' বলা যায়। এই সময়কালে, চীনারা বাইরে গিয়ে ভ্রমণ করা ছাড়া, ভোজনের বাছাই দিন দিন বহুবিধ হয়েছে। এতে ছুটি অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছে।
|