এবছর হলো প্রাচীন চীনের মহান দার্শনিক , চিন্তাবিদ ও তাও সম্প্রদায়ের মতবাদের প্রতিষ্ঠাতা লাওসিয়ায়াসের দু' হাজার পাঁচ শ' ৭৮তম জন্মবার্ষিকী । এ উপলক্ষে লাওসিয়াসের জন্মস্থান মধ্য চীনের হোনান প্রদেশের লুই জেলা সম্প্রতি একটি বড় ধরনের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে । শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান ছাড়া লাওসিয়াসের দাশর্নিক চিন্তাধারা সম্পর্কিত একটি আলোচনা সভা , একটি হস্তলিপি প্রদশর্নী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
খৃষ্টপূর্ব ৫৭১ সালে লাওসিয়াসের জন্ম হয় । তিনি চীনের ইতিহাসের প্রথম দার্শনিক । তার চিন্তা চীনের দশর্ন ইতিহাসের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলেছে ।
**গরীব ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য সেচ্ছাসেবকদের প্রাচীন বাণিজ্য পথ বেয়ে চাঁদা তোলার অভিযান শুরু
গরীব ছাত্রছাত্রীদের জন্য চাঁদা তোলার জন্য প্রাচীন বাণিজ্য পথ বেয়ে তিব্বত অভিমুখী অভিযান ৪ এপ্রিল ইউনান প্রদেশের কুন মিন শহর থেকে শুরু হয়েছে । চীনের মূল ভূভাগ , হংকং , ম্যাকাও , ক্যানাডা ও অষ্ট্রেলিয়ার সেচ্ছাসেবকরা ইউনান প্রদেশের সিসুয়ানপাননা থেকে ঘোড়ার পিঠে চা পরিবহণের পথ বেয়ে পায়ে হেটে তিব্বতের রাজধানী লাসায় পৌছবেন । পথে সেচ্ছাসেবকরা গরীব অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য চাঁদা তুলবেন ।
ইউনান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থা অপেক্ষাকৃত পশ্চাত্পদ। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলভবনগুলো ধ্বসে পড়ার অবস্থায় রয়েছে । স্কুলগুলোর দশ লক্ষাধিক ছাত্রছাত্রী আর্থিক সাহায্যের অপেক্ষায় রয়েছে । তিন মাস ব্যাপী বতর্মান অভিযানের মোট দূরত্ব চার হাজার কিলোমিটার । অভিযানের আয়োজকরা অভিযানে কমপক্ষে ৫০ লাখ ইউয়ান সংগ্রহ করা এবং এই টাকা দিয়ে গরীব অঞ্চলে ৩০টি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন ।
**উনিশতম গ্লোবাল বিউটি কুইন নির্বাচনের চুড়ান্ত প্রতিযোগিতা চীনের চেচিয়ান প্রদেশে অনুষ্ঠিত হবে
উনিশতম গ্লোবাল বিউটি কুইন নির্বাচনের চুড়ান্ত প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর মাসে চীনের চেচিয়ান প্রদেশের সিয়ান সান শহরে অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , চুড়ান্ত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও জার্মানীর মিউনিখসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪৬টি শহরের সুন্দরীরা অংশ নেবেন । চীনের পেইচিং , নিনপো , হংকং , ম্যাকাও ও তাইপে শহরের সুন্দরীরা চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন ।
জানা গেছে , প্রথম গ্লোবল বিউটি কুইন নির্বাচন প্রতিযোগিতা ১৯৯৮ সালে অনুষ্ঠিত হয় । ক্যানাডার গ্লোবল বিউটি সংগঠন এই বিশ্ব সুন্দরী নির্বাচন প্রতিযোগিতার আয়োজন করে ।
|