v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-08 22:14:23    
চীন প্রাচীন পুথিপত্র জরিপের কাজ শুরু করেছে

cri
    প্রাচীন পুথিপত্র সংরক্ষণের কাজ জোরদার করার জন্য সম্প্রতি চীন সরকার প্রাচীন পুথিপত্র জরিপ সংক্রান্ত পাঁচ বছর ব্যাপী একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । এ পরিকল্পনার উদ্দেশ্য হলো প্রাচীন পুথিপত্রের সংখ্যা , তার মূল্য ও সংরক্ষনের অবস্থা জরিপ করা , প্রাচীন পুথিপত্রের নামের তালিকা তৈরী করা এবং পুথিপত্র পুনরানয়ন কর্মী প্রশিক্ষণ দেয়া ।

    চার হাজার বছর আগে থেকেই চীনারা নিজের ইতিহাস সম্পর্কিত প্রবন্ধ লিখতে শুরু করেন । প্রাচীন চীনে আমাদের পূর্বসুরীরা বাঁশ ও সিল্কের উপর প্রবন্ধলিখতেন । এখন আমরা যে পুথিপত্র জরিপের কথা বলেছি , তা' প্রধানতঃ কাজপত্রের উপর লেখা প্রাচীন পুথিপত্রের কথা বলি । বতর্মান জরিপের আওতা হলো ১৯১২ সালের আগে সংরক্ষিত হান জাতি ও সংখ্যালঘু জাতির অক্ষরে লেখা বইপত্র । এই সব পুথিপত্রের বেশির ভাগ বিভিন্ন স্থানের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে । এ ছাড়া অধিবাসীদের হাতেও কিছু পুথিপত্র সংরক্ষিত রয়েছে । বিশেষজ্ঞদের অনুমান অনুসারে অধিবাসীদের হাতে সংরক্ষিত পুথিপত্রের সংখ্যা তিন কোটির মতো । দীর্ঘ দিন রাখায় অনেক পুথিপত্র নষ্ট হয়ে গেছে । কোনো কোনো পুথিপত্রে পোকা ধরেছে , কাগজের পাতার রং পরিবর্তিত হয়ে নষ্ট হয়ে গেছে । প্রাচীন পুথিপত্র সংরক্ষনের জন্য পরিবেশ উন্নত করা এবং পুথিপত্র পুনরানয়নের কর্মী প্রশিক্ষন দিতে হবে ।

    বতর্মান জরিপে পুথিপত্র রাখার গুদাম ও পুথিপত্র পুনরানয়নের প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে সংশ্লিষ্টবিভাগ মানদণ্ড নির্ধারন করেছে। চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি লিউ সিয়াও ছিন বলেছেন , এই মানদন্ড নির্ধারনের উদ্দেশ্য হলো প্রাচীন পুথিপত্র সংরক্ষনের অবস্থা উন্নত করা । তিনি আরো বলেছেন , বিভিন্ন স্থানে পুথিপত্র রাখার গুদামের অবস্থার তারতম্য বেশি । অতীতে এ ক্ষেত্রে কোনো একীভূত মানদন্ড ছিল না বলে কোনো কোনো স্থানে পুথিপত্র রাখার গুদামের পরিবেশ উপযুক্ত নয় । পুথিপত্র সংরক্ষন গুদামের তাপমাত্রা ও আদ্রতা একই মানে বজায় থাকতে হয় এবং পোকা ও ছাই দূর করার ব্যবস্থা থাকতে হয় । লিউ সিয়াও ছিন বলেছেন , মূল্য অনুসারে প্রাচীন পুথিপত্রগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে । কেন্দ্রীয় সরকার পুথিপত্র সংরক্ষনে বিশেষ অর্থবরাদ্দ করবে । প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যবান বা বিলুপ্তপ্রায় পুথিপত্র সংরক্ষণ ও পুনরানয়নের বিশেষ ব্যবস্থা নেয়া হবে । অন্যান্য পুথিপত্র সংরক্ষনের পরিবেশ আরোউন্নত করা হবে ।

    প্রাচীন পুথিপত্র পুনরানয়ন বিশেষজ্ঞ তু ওয়ে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , পুথিপত্র সংরক্ষণ এক দীর্ঘকালীন কাজ। সংরক্ষিত পুথিপত্র কয়েক শ' তথা প্রায় এক হাজার বছর আগের বলে নষ্ট হওয়া স্বাভাবিক ব্যাপার । পুথিপত্র সংরক্ষনের কাজ এখন নতুন চ্যালেঞ্জের মুখে রয়েছে । এ নতুন চ্যালেঞ্জ হলো পরিবেশ দুষণ । তিনি বলেছেন , গুদামের বায়ু , পরিবেশ ও পুনরানয়নের পদ্ধতি পুথিপত্র স্থায়ী রাখার জন্য অনুকূল থাকতে হবে । এ ক্ষেত্রে আরো বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করতে হবে ।

    বর্তমানে সমগ্র দেশে পুথিপত্র পুনরানয়ন কর্মীর সংখ্যা মাত্র এক শ'র কিছু বেশি । তাদের মধ্যে অনেকে আনুষ্ঠানিকভাবেপুথিপত্র পুনরানয়নের পদ্ধতি শিখেন নি , ওস্তাদরা হাতেকলমে তাদের শিখিয়েছেন । কাজেই পুথিপত্র পুনরানয়নের বৈজ্ঞানিক পদ্ধতি তারা জানেন না । বিশেষ করে অনেক প্রবীণ পুনরানয়ন কর্মী অবসর নিয়েছেন । নতুন পুথিপত্র পুনরানয়ন কর্মী প্রশিক্ষন এক জরুরী কাজ ।

    চীনের জাতীয় গ্রন্থাগার হলো পুথিপত্র পুনরানয়ন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র । এ গ্রন্থাগারে চীনের বৃহত্তম পুথিপত্র সংগ্রহ কেন্দ্র ও পুথিপত্র সংরক্ষন কেন্দ্র রয়েছে । এই গ্রন্থাগারের পুথিপত্র পুনরানয়ন গ্রুপের প্রধান চান পিং বলেছেন পুথিপত্র পুনরায়ন কর্মী প্রশিক্ষণ ক্ষেত্রের দুটি প্রধান কাজ হলো ছেড়া পুথিপত্রগুলোর নষ্টের অবস্থা অনুসারে শ্রেণী নির্ণয় করা এবং যুবকদের পুথিপত্র পুনরানয়নের পদ্ধতি শেখানো ।